ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শারজাহতে ঝড়ো সেঞ্চুরি নাবিলের, বাংলাদেশের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১

যুব এশিয়া কাপে আজ (শুক্রবার) থেকে মিশন শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে খেলছে যুবারা।

ম্যাচে টসভাগ্য সহায় বাংলাদেশের। প্রথমে ব্যাটিং নিয়ে ৪ উইকেটে ২৯৭ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছে রাকিবুল হাসানের দল। ১১২ বলে হার না মানা ১২৭ রানের এক ইনিংস খেলে দলকে এমন পুঁজি এনে দিয়েছেন প্রান্তিক নওরোজ নাবিল।

ব্যাটিংয়ে নেমে বেশ দেখেশুনে শুরু করেছিল যুবা টাইগাররা। মাহফিজুল ইসলাম আর ইফতিখার হোসেন ১১ ওভারের উদ্বোধনী জুটিতে তোলেন ৩৯ রান। ৩৩ বলে ১৭ রানের ধীর ইনিংস খেলে মাহফিজুল ফিরলে ভাঙে এই জুটি।

ধীরগতির আরেকটি ইনিংস (৪৫ বলে ২১) রানআউট হয়ে ফেরেন ইফতিখারও। চার নম্বরে নামা আইচ মোল্লাও উইকেটে অনেকটা সময় কাটিয়ে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি, ৪১ বলে ২২ করে ফেরেন সাজঘরে।

২৬.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে মাত্র ১০৫ রান। তবে এরপর দারুণভাবে হাল ধরেন নাবিল। পাঁচ নম্বরে নেমে মোহাম্মদ ফাহিমও ভালো একটি ইনিংস খেলেছেন। আহত হয়ে মাঠ ছাড়ার আগে ৫৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৮ রান করেন এই ব্যাটার। ১৫ বলে ২১ করে আউট হন এসএম মেহরাব।

দায়িত্ব শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন নাবিল। ১১২ বল মোকাবেলায় গড়া তার ১২৭ রানের ঝড়ো ইনিংসটিতে ছিল ১১টি বাউন্ডারি আর একটি ছক্কার মার।

এমএমআর/এমএস