ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যান সিটির জার্সি গায়ে গার্দিওলাকে কী বললেন কোহলি?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট চলাকালীন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে নিজেদের জার্সি উপহার দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই জার্সি হাতে নিয়ে ক্রিকেটের নিয়মকানুন শেখার কথা বলেছিলেন ম্যান সিটি বস।

এবার ইংলিশ ক্লাবটির জার্সি গায়ে চাপালেন ব্যাঙ্গালুরুর সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার বিরাট কোহলি। ম্যান সিটি ও কোহলি- উভয়েরই স্পন্সর পুমা। তাদেরই উদ্যোগে মূলত জার্সির এই অদলবদল। তবে জার্সি গায়ে দিয়ে গার্দিওলার জন্য বিশেষ এক বার্তাও দিয়েছেন কোহলি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের একাউন্টে গার্দিওলাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। প্রথমে ইংরেজিতে বলার পর নিজ ভাষা পাঞ্জাবিতেই ম্যান সিটি ও গার্দিওলার জন্য বার্তা দিয়েছেন কোহলি। যা এখন রীতিমতো ভাইরাল।

চাক দে ফাট্টে লেখা ক্যাপশনের সেই ভিডিওতে কোহলি প্রথমে ইংরেজিতে বলেন, ‘হেলো পেপ, আমি আশা করি তুমি ভালো আছো। গত মৌসুমটা দুর্দান্ত ছিল। এ মৌসুমেও ভালোভাবে এগুচ্ছো। তোমার খেলা এবং উজ্জীবনী শক্তি উপভোগ করছি।’

এরপর পাঞ্জাবি ভাষায় তিনি বলেন, ‘পেপ, খেলাটা কিন্তু দারুণ চলছে। তুমি তো ম্যান সিটির হয়ে অসাধারণ সব অর্জন করেছো। এখনই থেমে যেও না, ঠিক আছে? আমাদের আবারও শিরোপা ঘরে তুলতে হবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যান সিটি। চলতি আসরেও ১৭ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে। সবশেষ ম্যাচে লিডস ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়েছে তারা। রোববার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে খেলতে নামবে সিটিজেনরা।

এসএএস/জেআইএম