ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হোয়াইটওয়াশ করেও ‘উড়তে মানা’ দ্রাবিড়ের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২৯ এএম, ২২ নভেম্বর ২০২১

বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়- ভারতের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড়ের যাত্রা এর চেয়ে আর বেশি ভালো হওয়া কি আর সম্ভব ছিল? তবে কিউইদের হোয়াইটওয়াশ করার পর ভারতের খেলোয়াড়দের পা মাটিতেই রাখার পরামর্শ দিয়েছেন দ্রাবিড়।

রোববার কলকাতায় সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭৩ রানে হারিয়ে ধবলধোলাই করে ভারত। এমন শুরুর মতো আনন্দের আর কিছু হতে পারে না বলে মনে করছেন নবাগত ভারতীয় হেড কোচ দ্রাবিড়।

ম্যাচ শেষে দ্রাবিড় বলেছেন, ‘এভাবে সিরিজ জিতে আসলেই ভালো লাগছে। সিরিজে প্রত্যেকেই ভালো খেলেছে। তবে বাস্তবতা বুঝে আমাদের এখন পা মাটিতে রাখা উচিত। এই সিরিজ থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে সামনে এগোনোই কর্তব্য।’

এই সিরিজে একঝাঁক তরুণ ক্রিকেটার খেলেছেন। যাদের কয়েকজনের পারফরম্যান্স ছিল নজরকাড়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষিক্ত হার্শাল প্যাটেল দুর্দান্ত বোলিং (৪-০-২৫-২) করে হয়েছেন ম্যাচসেরা। আর প্রথম ম্যাচে ফিফটি করে (৪০ বলে ৬২) ম্যাচসেরা হয়েছেন সূর্যকুমার যাদব।

তরুণদের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট দ্রাবিড় বলেছেন, ‘যারা গত কয়েকমাসে নিজেদের প্রমাণ করার তেমন একটা সুযোগ পায়নি, তাদের সুযোগ দিয়েছি। তারা সেটা ভালোই কাজে লাগিয়েছে এবং সামনে আরও ভালো করতে হবে৷ একই সঙ্গে অনেক বিকল্প ক্রিকেটারও পেলাম।’

গত ১৪ নভেম্বর দুবাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় নিউজিল্যান্ডের। এরপর ১৭ নভেম্বর থেকে শুরু হয় কিউইদের ভারত সফর। যা ব্ল্যাক ক্যাপসদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করেন দ্রাবিড়।

তার ভাষ্য, ‘বিশ্বকাপ ফাইনালের পর ছয় দিনে তিন ম্যাচ খেলা কম ধকলের ব্যাপার না। সে কারণেই তারা (নিউজিল্যান্ড) তাদের সেরাটা দিতে পারেনি।’

এসএএস/এমএস