ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অভিযুক্ত তিন ফুটবলারসহ তালিকা জমা দিয়েছে শেখ জামাল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৯ নভেম্বর ২০২১

নতুন ফুটবল মৌসুমের দলবদল শেষ হবে ২৫ নভেম্বর। ১ অক্টোবর থেকে খেলোয়াড় রেজিস্ট্রেশন শুরু হলেও ১৮ নভেম্বর প্রথম কোন ক্লাব তাদের খেলোয়াড় তালিকা বাফুফেতে জমা দিয়েছে রেজিস্ট্রেশনের জন্য। সবার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৯ জন ফুটবলারের নাম জমা দিয়েছে।

তবে তাদের এই তালিকায় তিন ফুটবলার আছেন যাদের বিরুদ্ধে অগ্রীম নেয়ার অভিযোগ আছে অন্য ক্লাবের। গোলরক্ষক মিতুল মারমা, ডিফেন্ডার ইয়াসিন খান ও আতিকুজ্জামানের বিপক্ষে বাফুফেতে লিখিত অভিযোগ দাখিল করেছে উত্তর বারিধারা ক্লাব, বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

গোলরক্ষক মিতুল মারমা গত মৌসুমে খেলেছিলেন উত্তর বারিধারা ক্লাবে। ক্লাবটি বাফুফেতে অভিযোগ করেছে মিতুল তাদের সঙ্গে চূড়ান্ত কথা বলে অগ্রীম নিয়েও অন্য ক্লাবে যোগ দিয়েছেন।

ইয়াসিন খানের বিরুদ্ধেতো বসুন্ধরা কিংস উকিল নোটিস দিয়েছে তাদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে। আতিকুজ্জামানও মোহামেডানের কাছ থেকে অগ্রীম নিয়েছেন বলে বাফুফেতে অভিযোগ করেছে।

এ বিষয়ে বাফুফের কম্পিটিশন্স ম্যানেজার মো. জাবের বিন তাহের আনসারী বলেছেন, ‘শেখ জামাল যে তালিকা জমা দিয়েছে তার মধ্যে এই তিন খেলোয়াড়ের বিরুদ্ধে অন্য ক্লাব থেকে অগ্রীম নেয়ার অভিযোগ এসেছে। আমরা বিষয়টি আমাদের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে প্রেরণ করেছি।’

শেখ জামাল যে ২৯ জনে তালিকা জমা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আবাহনীর রায়হান হাসান, বসুন্ধরা কিংসের ইয়াসিন খান, মোহামেডানের আতিকুজ্জামান ও উত্তর বারিধারা ক্লাবের মিতুল মারম।

গতবার খেলা উজবেকিস্তানের ফরোয়ার্ড ওতাবেক, গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কনফার্ম এবং সোলাইমান সিলাকে এবারও দলে নিয়েছেন শেখ কামাল।

আরআই/আইএইচএস/