ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএলে ‘উপেক্ষিত’ ওয়ার্নারই বিশ্বকাপের সেরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:১৯ এএম, ১৫ নভেম্বর ২০২১

বিশ্বকাপ শুরুর আগে রীতিমতো ভয়াবহ অফফর্মে ছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। যে কারণে তাকে আইপিএলের মূল একাদশ থেকে ছুড়ে ফেলা হয়। এমনকি একটি ম্যাচে দলের সঙ্গে মাঠে না এনে, রেখে আসা হয় টিম হোটেলে।

সেই ওয়ার্নারই জাতীয় দলের জার্সিতে যেন পুরোপুরি ভিন্ন এক ব্যাটার। যিনি ধারাবাহিক উজ্জ্বল পারফরম্যান্সে জিতে নিয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। শেন ওয়াটসনের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ পুরস্কার জিতলেন তিনি।

ওয়ার্নারের ব্যাট থেকে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সব ম্যাচে এসেছে মহামূল্যবান একেকটি ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালেও তার ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৫৩ রানের ঝকঝকে ইনিংস। 

সবমিলিয়ে বিশ্বকাপের সাত ম্যাচ খেলে তিন ফিফটিতে ২৮৯ রান করেছেন ওয়ার্নার। যা কি না এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান। ফাইনালে ৫৩ রান করার আগে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও করেছিলেন ৪৯ রান।

এবারের বিশ্বকাপের ওয়ার্নারের সর্বোচ্চ ইনিংসটি ৮৯ রানের। যা তিনি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচটিতে। সেই ম্যাচে বড় জয়ের কল্যাণেই সেমির টিকিট পেয়েছিল অস্ট্রেলিয়া।

অর্থাৎ পরপর তিন ম্যাচে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৮৯*, ৪৯ ও ৫৩ রানের অসাধারণ তিনটি ইনিংস। যার ফলে বিশ্বকাপের সেরা খেলোয়াড় বেছে নিতে কোনো সমস্যাই হয়নি দায়িত্বে থাকা নির্বাচকমন্ডলীকে।

বিশ্বকাপের প্রতি আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়

২০০৭ - শহিদ আফ্রিদি (৯১ রান ও ১২ উইকেট)
২০০৯ - তিলকারাত্নে দিলশান (৩১৭ রান)
২০১০ - কেভিন পিটারসেন (২৪৮ রান)
২০১২ - শেন ওয়াটসন (২৪৯ রান ও ১১ উইকেট)
২০১৪ - বিরাট কোহলি (৩১৯ রান)
২০১৬ - বিরাট কোহলি (২৭৩ রান ও ১ উইকেট)
২০২১- ডেভিড ওয়ার্নার (২৮৯ রান)

এসএএস/