ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাহেলার ‘মনে নিউজিল্যান্ড, মাথায় অস্ট্রেলিয়া’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১৪ নভেম্বর ২০২১

আর কিছুক্ষণ পরই শুরু হবে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। যেখানে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। যে-ই বিজয়ী হোক না কেন, বিশ্বকাপ মুকুট পাবে তাদের নতুন রাজা। কেননা দুই দলই আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ পায়নি।

২০১০ সালে অস্ট্রেলিয়া ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে বঞ্চিত হয় শিরোপা থেকে। প্রায় এক যুগ পর ফের ফাইনালে ওঠা অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন অনেকে। তবে অদ্ভুত এক দোটানায় পড়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

রোববার আইসিসি কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় মাহেলা বলেছেন, ‘এটা (কারা জিতবে) বলা একটু কঠিন। আমার মনে হয় অস্ট্রেলিয়ার খেলায় কিছুটা গতি আছে। কীভাবে বড় ম্যাচে ঘুরে দাঁড়াতে হয় সেটা তারা খুব ভালো মতই জানে এবং তারা সেটা দেখিয়েছে সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে।’

তিনি আরও যোগ করেন, ‘নিউজিল্যান্ড সবসময় একটি অন্যরকম শক্তি দেখিয়েছে। কীভাবে জিততে হয় সেটা তারা জানে। এটা একটা ভালো ফাইনাল ম্যাচ হতে চলেছে। আপনি যদি আমাকে বাছাই করতে বলেন, তাহলে আমার মস্তিষ্ক বলবে অস্ট্রেলিয়া কিন্তু আমার হৃদয় বলবে নিউজিল্যান্ড।’

এসএএস/জিকেএস