ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিদায়ী ম্যাচে কোচ শাস্ত্রির বন্দনায় অধিনায়ক কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৫ এএম, ০৯ নভেম্বর ২০২১

শেষ হলো একটি অধ্যায়ের। ভারতীয় ক্রিকেট দেখল কোহলি-শাস্ত্রি যুগের অবসান। গতকাল নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রির শেষ ম্যাচ। আর বিরাট কোহলির জন্য ম্যাচটি ছিল টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে জাতীয় দলে নিজের শেষ ম্যাচ।

দুজনের সমাপ্তিটাও হয়েছে দারুণ। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নামিবিয়াকে ৯ উইকেটে উড়িয়ে দেয় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে পড়ায় আনুষ্ঠানিকতার ম্যাচে পাওয়া বড় জয়ের পর কোহলি গুরু শাস্ত্রি ও তার কোচিং স্টাফকে প্রশংসায় ভাসান।

কোহলি বলেন, ‘তাদের (শাস্ত্রি ও তার স্টাফ) সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷ তারা বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছে। খেলোয়াড়দের জন্য সুন্দর পরিবেশ তৈরি করেছে। ভারতীয় ক্রিকেটে তাদের অবদান অনন্য।’

কোহলিদের সঙ্গে শাস্ত্রির সম্পর্ক ছিল খুব মধুর। বিদায় বেলায় দুই পক্ষই ছিল আপ্লুত। শাস্ত্রিও এমন দিনে নিজের ছাত্রদের প্রশংসা না করে পারলেন না, ‘গত পাঁচ বছরে বিশ্বজুড়ে এই দল যেভাবে পারফর্ম করেছে, তাতে দলটার ইতিহাসের পাতায় নাম তেলার ক্ষমতা রয়েছে। আমার সেই বিশ্বাস রয়েছে। যদিও দুর্ভাগ্যজনকভাবে এবার আমাদের বিশ্বকাপ থেকে বেরিয়ে যেতে হচ্ছে।’

এসএস/জেআইএম