ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাঘব বোয়াল বাদ দিয়ে তরুণদের সুযোগ দিতে বলছেন কপিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৫৬ পিএম, ০৩ নভেম্বর ২০২১

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খাদের কিনারায় রয়েছে ভারতের। সেমিফাইনালে যেতে হলে বাকি ম্যাচগুলো তো জিততে হবেই, এমনকি নির্ভর করতে হবে অন্য ম্যাচগুলোর ওপরও।

এভাবে ‘দক্ষিণা’ পেয়ে এগোনোকে ভালো চোখে দেখছেন না কপিল দেব। আর তার মতে, খ্যাতিমান খেলোয়াড়দের বাদ দিয়ে তরুণদের এখন বেশি সুযোগ পাওয়া উচিত।

সিনিয়র ক্রিকেটারদের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) কঠোর হওয়ার পরামর্শ দিলেন কপিল। এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘প্রধান নির্বাচকদের উচিত নামকড়া খেলোয়াড়দের ভবিষ্যৎ নির্ধারণ করা। পারফর্ম না করলে তাদের বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া উচিত।’

আইপিএলে যারা ভালো খেলে, তাদেরকে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করিয়ে দেয় ভারত। বিসিসিআইয়ের এমন কাজে নাখোশ কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার বলেছেন, ‘এভাবে চলতে থাকলে তরুণ প্রজন্ম থেকে ভালো ক্রিকেটার কিভাবে উঠে আসবে? যদি তারা হারে, তাতে কোনো সমস্যা নেই কারণ তারা শিখতে শিখতে অভিজ্ঞ হবে। কিন্তু আইপিএলে ভালো খেলে জাতীয় দলে খারাপ খেললে তো সমালোচনা হবেই। বিসিসিআইয়ের অবশ্যই এখানে হস্তক্ষেপ করা উচিত।’

আইএইচএস/