টিকিট কিনেও আফগানদের জন্য খেলা দেখা হয়নি অনেকের
ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেও আফগান তারকা রশিদ খান তাদের ভক্ত-সমর্থকদের বারবার শান্তিপূর্ণভাবে খেলা দেখতে অনুরোধ করেছিলেন। কিন্তু ওই যে একটা প্রবাদ আছে, ‘চোরে না শোনে ধর্মের কাহিনী।’ আফগান সমর্থকরা সেই প্রবাদটিকে গতকাল প্রমাণ করলেন আরও একবার।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে রশিদ-নবিদের খেলা অনেক আফগান সমর্থক টিকিট ছাড়াই দেখতে চেয়েছিলেন। স্টেডিয়ামের বাইরে তাদের উপচে পড়া ভিড় সামলাতে পুলিশ পর্যন্ত তলব করতে হয়। এদিকে, তাদের হত্তগলে অনেকে আবার টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকে দলের খেলা দেখতে পারেননি।
ম্যাচ শেষে তাই দর্শকদের কাছে দু:খ প্রকাশ করতে হয় আইসিসিকে। এক বিবৃতিতে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, আজকের পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে ১৬ হাজারের বেশি টিকিট ছাড়া হয়েছে। তারপরও প্রায় হাজার খানেক দর্শক বিনা টিকিটে জোর করে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে। আনুমানিক সন্ধ্যা ৭টায় দুবাই পুলিশ স্টেডিয়ামের সকল গেট বন্ধ করে দিতে বলে এবং আর কোনো দর্শক মাঠে প্রবেশ না করানোর নির্দেশ দেয়।
আইসিসির পাশাপাশি এবারের বিশ্বকাপের আয়োজন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ইসিবিও যৌথ বিবৃতিতে বৈধ টিকেটধারীদের কাছে ক্ষমা চেয়েছেন, যারা মাঠে এসে খেলা দেখতে পারেননি।
এদিকে, আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি) এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে আইসিসি। এমন অপ্রীতিকর ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে।
অবশ্য আইসিসি টুর্নামেন্ট পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে দর্শকদের এমন উন্মত্ত আচরণ এবারই প্রথম নয়। ২০১৯ বিশ্বকাপে হেডিংলিতে দুই দেশের ভক্ত-সমর্থকদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। যার ফলে খেলোয়াড়দের পুলিশি পাহারায় স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হয়।
দুই বছর আগের সেই ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়েই রশিদ খান এবারের পাক-আফগান ম্যাচের আগে সবাইকে সতর্ক করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন শান্তিপূর্ণভাবে খেলা দেখতে।
এসএস/এমএস