এক ওভারে অস্ট্রেলিয়া হারিয়েছিল পাঁচ উইকেট
(অস্ট্রেলিয়া-পাকিস্তান, ২০১০)
সেন্ট লুসিয়ার গ্যালারি থেকে সেদিন হয়তো মাঠে থাকা দর্শকরা পাকিস্তানকে উদ্দেশ্য করে বলছিল, ভাই এবার অন্তত তোমরা থাম। কেন সে কথা বলা, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমিরের শেষ ওভারটির কথা একবার মনে করলেই বুঝে যাওয়ার কথা। ওই ম্যাচে অস্ট্রেলিয়া শেষ ওভারে হারায় পাঁচ-পাঁচটি উইকেট।
৫ উইকেটে ১৯১ রান নিয়ে শেষ ওভারে ব্যাট শেষে অসিদের স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় এমন ১৯১/১০! অর্থাৎ, কোনো রান ছাড়াই শেষ ৬ বলে ৫ উইকেট হারায় ক্যাঙ্গারুরা। যে পাঁচ উইকেটের তিনটি মোহাম্মদ আমিরের। দুটি রানআউট। দুই রানআউটের মালিক আবার উইকেটের পেছনে দাঁড়ানো কামরান আকমল।
শুরুটা করেন অবশ্য আমির। ১ রান করা ব্রাড হাডিনকে শর্ট থার্ড ম্যানে থাকা মোহাম্মদ সামির ক্যাচ বানান তিনি। রানের খাতা খোলার আগে পরের বলে বোল্ড হন মিচেল জনসনও।
ইনিংসের শেষ ওভারের আগে স্কোরবোর্ডে বড় পুঁজিই পেয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে কিছুটা রান এলে মন্দ কী! তাই তো পরের বলে কোনোরকমে স্ট্রাইক পেতে ভোঁ দৌড় নন-স্ট্রাইক প্রান্তে থাকা মাইক হাসির।
তবে কপাল খারাপ তার। উইকেটের পেছনে গ্লাভস হাতে বল পেয়েই দারুণ থ্রোয়ে কামরান রানআউট করেন হাসিকে। পরের বলে যেন একই দৃশ্যের মঞ্চায়ন। এবার কামরানের রান আউটের শিকার স্টিভেন স্মিথ।
পঞ্চম বলটায় আসেনি কোনো উইকেট। অস্ট্রেলিয়াও পায়নি কোনো রান। তবে ইনিংসের শেষ বলে আবার আমির ভেলকি। তার বল বুঝতেই পারেননি শন টেইট।
দারুণ লাইন-লেন্থে বল ফেলে টেইটকে বোল্ড করে ইনিংসের ইতি টানেন আমির। তাতে যেন হাফ ছেড়ে বাচে অস্ট্রেলিয়াও! টি-টোয়েন্টি ফরম্যাটে এক ওভারে পাঁচ উইকেট হারানোর লজ্জার রেকর্ড এখন পর্যন্ত ওই একটিই।
এক ওভারের সেই পাঁচ উইকেট দেখুন এই লিংকে...
আইএইচএস/