ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সহজ পরিস্থিতি পছন্দ করি না: পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৮ অক্টোবর ২০২১

ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে দলের ফিনিশার হিসেবে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব মনে করেন। তিনি বলেছেন, ‘আমার পথপ্রদর্শক এবং ভাই মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে সব দায়িত্ব এখন আমার ওপর।’

২০২০ সালে ধোনি অবসর নেওয়ার পর এটিই ভারতের প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট। আগামী রোববার (২৪ অক্টোবর) চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ভারত। এই বৈশ্বিক আসরে ধোনিকে তাদের মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছে।

ক্রিকইনফোর ক্রিকেট মান্থলিকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক তার জীবনের অনেক চ্যালেঞ্জের কথা বলেছেন। বিশ্বকাপের এবারের আসরে ২৮ বছর বয়সী এ অলরাউন্ডারের ফিটনেস সমস্যা ভারতীয় দলের জন্য বড় চিন্তার কারণ। কেননা আইপিএলে তিনি বোলিং করেননি।

তবে এতে খুব একটা চিন্তিত নন পান্ডিয়া। বরং আত্মবিশ্বাস নিয়ে সামনে আসতে যাওয়া যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলার একটা বার্তাই দিয়ে রেখেছেন তিনি, ‘আমি সহজ পরিস্থিতি পছন্দ করি না। কঠিন পরিস্থিতিতে নিজের সেরাটা দিতে আমি ভালোবাসি। আমি কে, আমি কি, আমি কিভাবে কাজ করি এই আত্নবিশ্বাস সময়ের সঙ্গে এসেছে।’

পান্ডিয়া আরও যোগ করেন, ‘আমি সকলের মনোযোগ চাই না। কিন্তু আমি যা, তার জন্যই সবাই আমাকে মনোযোগ দেয়। আমার ক্রিকেট খেলার ধরনের জন্য আমি যখন মাঠে নামি তাদের মনোযোগ আমার ওপর থাকে। কারণ তারা জানে পান্ডিয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’

জেআর/এসএএস/জেআইএম