ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারবে ভারত: ওয়াকার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০২ অক্টোবর ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু হবে ১৭ অক্টোবর। তবে শুরুতে হবে বিশ্বকাপের প্রথম রাউন্ড। বিশ্বকাপের অন্যতম জমজমাট ম্যাচটি হবে আগামী ২৪ অক্টোবর। যেখানে লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। এখন থেকেই ম্যাচটি ঘিরে সবার আগ্রহ তুঙ্গে।

এখন আর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না এ দুই দল। যে কারণে বিশ্বকাপ কিংবা আইসিসি টুর্নামেন্টের অপেক্ষা করতে হয় ভারত-পাকিস্তান লড়াই দেখার জন্য। তেমনই এক লড়াইয়ে আসন্ন বিশ্বকাপে মুখোমুখি হবে তারা। যেখানে ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান- এমনটাই মনে করেন ওয়াকার ইউনিস।

ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপেও এখন পর্যন্ত ভারতকে কোনো ম্যাচে হারাতে পারেনি পাকিস্তান। ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত। এরপর থেকে প্রতিবারই ভারতের কাছে হেরেছে পাকিস্তান।

তবু দেশটির কিংবদন্তি পেসার ও সাবেক বোলিং কোচ ওয়াকার ইউনিসের দৃঢ় বিশ্বাস, এবারের বিশ্বকাপে ভারতকে অবশ্যই হারাবে পাকিস্তান ক্রিকেট দল। তবে এক্ষেত্রে ভালো খেলার চিরায়ত শর্তও রেখেছেন ওয়াকার।

ক্রিকবিককে দেয়া সাক্ষাৎকারে ওয়াকার বলেছেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, প্রথম ম্যাচে ভারতকে হারাতে পারবে পাকিস্তান। যদি তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে। ম্যাচটা অবশ্যই সহজ হবে না। তবে আমাদের দলে এমন খেলোয়াড় আছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘এটা অনেক বড় ম্যাচ এবং দুই দলের ওপরই চাপ থাকবে। কারণ টুর্নামেন্টে এটিই তাদের প্রথম ম্যাচ। তবে প্রথম কিছু ডেলিভারি ও শুরুর রানগুলো গুরুত্বপূর্ণ হবে। আমরা যদি ভালোভাবে মানিয়ে নিতে পাড়ি, তাহলে ম্যাচটি জিততে পারবো।’

এসএএস/জেআইএম