ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হলেন আরও পাঁচজন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:১৬ এএম, ০২ অক্টোবর ২০২১

বিশ্বকাপ শুরু হতে দুই সপ্তাহেরও অল্প কিছু বেশি সময় বাকি। এরই মধ্যে প্রতিটি দলই তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে, কয়েকটি দল নিজেদের স্কোয়াডে কিছু পরিবর্তনও আনছে। যেমন শ্রীলঙ্কা। তারা তাদের বিশ্বকাপ স্কোয়াডে নতুন করে যুক্ত করে নিয়েছে ৫জনকে এবং বাদ দিয়েছে একজনকে।

যে ৫ জনকে যুক্ত করে নিয়েছে, তারা হলেন পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, অ্যাসেন বান্দারা, লক্ষ্মণ সান্দাকান এবং রমেশ মেন্ডিস। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে কাঁধের হাড়ের (কলার বোন) ফ্র্যাকশ্চার হওয়ার পর সেটা এখনও ঠিক না হওয়ায় বাদ দেয়া হয়েছে লাহিরু মধুশঙ্কাকে।

একজনকে বাদ দেয়া এবং নতুন পাঁচজন যুক্ত হওয়ার ফলে শ্রীলঙ্কার স্কোয়াডের সদস্য সংখ্যা দাঁড়াল ২৩ জনে। এর মধ্যে অবশ্য চারজন রয়েছেন রিজার্ভ খেলোয়াড়ও। সদস্য সংখ্যা বেশি করার কারণ হচ্ছে, পুরনো অভিজ্ঞতা। কারণ, করোনা মহামারির মধ্যে যে কোন সময় খেলোয়াড়ের পরিবর্তন ঘটাতে হতে পারে। সে ক্ষেত্রে আগে থেকেই প্রস্তুত তারা, যাতে যে কোনো পরিস্থিতিতে দলের ওপর সমস্যা তৈরি না হয়।

নতুন যে ৫ জনকে দলে নেয়া হয়েছে এর মধ্যে লক্ষ্মণ সান্দাকানের ২০টি টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞতা রয়েছে। বাকি চারজনের টি-টোয়েন্টি ম্যাচের সমষ্টি হলো ১৫টি। সুতরাং, বোঝাই যাচ্ছে- শ্রীলঙ্কার সেরা একাদশে জায়গায় হয়তো পাবেন না তারা।

সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলে ছিলেন না লক্ষ্মণ সান্দাকান। তাকে নিয়ে এবার শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে মোট চারজন অফ স্পিনারকে দেখা যাচ্ছে। তিনি ছাড়া বাকি তিনজন হলেন, ওয়ানিদু হাসারাঙ্গা, মহেশ থিকসানা এবং প্রাভিন জয়াবিক্রমা।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হবে শ্রীলঙ্কাকে। তারা রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের বাকি সদস্যরা হচ্ছে নামিবিয়া, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। বিশ্বকাপ শুরুর আগে ওমানের সঙ্গে ৭ ও ৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। ৩ অক্টোবর ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে তারা।

আইএইচএস/এমএস