ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অবস্থার অবনতি, ভেন্টিলেশনে জালাল আহমেদ চৌধুরী

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। শুক্রবার রাতে ভেন্টিলেশনে নেয়া হয়েছে তাকে।

গত ১৫ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী। সেখানেই চলছে তার চিকিৎসা।

ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানিয়েছেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব জালাল আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে আছে। তার অক্সিজেন লেভেল ৯০-৯১ এর ঘরে।’

‘শারীরিক অবস্থার যদি উন্নতি হয় তাহলে আগামীকাল ব্রংকোসকপি টেস্ট করা হবে এবং টিস্যু থেকে ব্লাড নিয়েও আরেকটি টেস্ট করা হবে। সবকিছুই নির্ভর করে সার্বিক উন্নতি ও শারীরিক সামর্থ্যের উপর।’

চলতি মাসে ১ তারিখ শ্বাসকষ্টের কারণে প্রথমবার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন জালাল আহমেদ চৌধুরী। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায় ১৫ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এসএএস/এএসএম