ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

গত ম্যাচে ১০১ রানের পুঁজি নিয়েও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে কাঁপিয়ে দিয়েছিল আফগান যুবারা। তবে এবার আর পাত্তা পায়নি সফরকারি দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১২১ রানের বড় ব্যবধানে হারিয়েছে যুবা টাইগাররা।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ দুই ওয়ানডে হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা এখন এগিয়ে ৩-০ ব্যবধানে।

jagonews24

বাংলাদেশের এই জয়ের নায়ক দুজন-আইচ মোল্লা আর নাইমুর রহমান। আইচ ব্যাট হাতে করেন দুর্দান্ত এক সেঞ্চুরি, পরে বল হাতে একাই ৫ উইকেট দখল করেন নাইমুর।

টস জিতে ব্যাট করতে নেমে আইচ মোল্লার সেঞ্চুরিতে ৬ উইকেটে ২২২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল যুবা টাইগাররা। আইচ ১৩০ বলে ৮ চার আর ৪ ছক্কায় খেলেন ১০৮ রানের দায়িত্বশীল ইনিংস।

এছাড়া ওপেনার মফিজুল ইসলাম ২৭ রান করেন, যদিও খেলেছেন ৯৩ বল! শেষদিকে আবদুল্লাহ আল মামুনের ২০ বলে ১ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৩২ রানের হার না মানা ক্যামিওতে ২২২ পর্যন্ত যেতে পেরেছে স্বাগতিকরা।

jagonews24

জবাবে একটা সময় ২ উইকেটেই ৬৮ রান থাকলেও পরে নাইমুরের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে আফগানিস্তান। ৩৯.৪ ওভারে গুটিয়ে যায় ১০১ রানে।

অর্থাৎ ৩৩ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে সফরকারিরা। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান বিলাল সায়েদির।

jagonews24

বাংলাদেশের নাইমুর মাত্র ১৭ রানে শিকার করেন ৫ উইকেট। রিপন মন্ডল ৩টি এবং আরিফুল ইসলাম নেন ২টি উইকেট।

এমএমআর/এমএস/জিকেএস