ভারতীয় খেলোয়াড়দের অনুরোধে পিছিয়ে গেলো ম্যানচেস্টার টেস্ট
বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরুর কথা ছিলো ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যানচেস্টার টেস্ট। পাঁচ ম্যাচ সিরিজের এটিই ছিল শেষ ম্যাচ। কিন্তু খেলা শুরুর ঘণ্টা তিনেক আগে ভারতীয় ক্রিকেটারদের অনুরোধে স্থগিত করে দেয়া হয়েছে ম্যাচটি।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানাচ্ছে, শুক্রবার নির্ধারিত সূচিতে ম্যাচটি শুরু হবে না। এ ম্যাচটি কবে হবে কিংবা আদৌ হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে শিগগিরই।
বৃহস্পতিবার করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছিলেন ভারতীয় দলের সহকারী ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমার। তবে খেলোয়াড়দের সবার নমুনার ফলাফল আসে নেগেটিভ।
তবু ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কয়েকজন তাদের ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে তারা টেস্ট খেলতে নামার জন্য প্রস্তুত নন। এ কারণেই মূলত শুক্রবার যথাসময়ে শুরু হচ্ছে না ম্যানচেস্টার টেস্টটি।
এ সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। হয়তো এক-দুই দিন পিছিয়ে যেতে পারে ম্যাচটি। নয়তো নতুন কোনো সূচিতে খেলানো হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই।
এসএএস/এমএস