ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দল বাছাইয়ে তামিমকে মিস করেছেন নির্বাচকরা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১

সবার জানা, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তামিম ইকবাল নিজেই সরে দাঁড়িয়েছেন। যে কারণে দেশসেরা এ ওপেনারকে ছাড়াই ঘোষণা করা হলো বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড।

দল নির্বাচনের সময় তামিমকে কতটা মিস করেছেন নির্বাচকরা? এক নম্বর ওপেনার তামিম নেই। তার অভাব কতটা অনুভূত হবে?
তামিমের অনুপস্থিতি কাটাতে যে তরুণরা সুযোগ পাবেন, তারা কি বড় মঞ্চের জন্য প্রস্তুত?

আজ (বৃহস্পতিবার) মধ্যাহ্নে দল ঘোষণার সময় ঠিক এসব প্রশ্নের মুখোমুখি হলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স হলে হওয়া সংবাদ সম্মেলনে নান্নু মানছেন, তামিম দেশের এক নম্বর ওপেনার, অন্যতম সেরা ব্যাটসম্যান। তার অভাব অনুভূত হবেই।

তাই তো নান্নুর মুখে এমন কথা, ‘তামিম তিন ফরম্যাটেই আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। আমরাও আশায় ছিলাম তামিম সুস্থ হয়ে দলে ফিরবে। কিন্তু তা আর হলো না। আমরা অতি অবশ্যই তামিমকে মিস করেছি, করবো। আমার মনে হয় মাঠেও তামিমের অভাব অনুভূত হবে।’

তবে প্রধান নির্বাচক মনে করেন, তামিম না থাকাটা অন্যদের জন্য একটা বড় সুযোগ। তার ভাষায়, ‘তামিমের বদলে যে বা যারা খেলবে তাদের জন্য এটা হবে এক বড় প্লাটফর্ম। আশা করি তারা সেটা কাজে লাগাবে। তাহলে দলের ও ঐ ক্রিকেটারের জন্যই মঙ্গল হবে।’

এআরবি/এসএএস/এএসএম