ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১২ উইকেটের রোমাঞ্চকর দিনে বিপদে ক্যারিবীয়রাও

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৩ আগস্ট ২০২১

বোলারদের দাপটে অল্পেই পাকিস্তানকে বেঁধে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবু স্বস্তি নিয়ে দিনটি শেষ করতে পারেনি তারা। টপঅর্ডারের ব্যর্থতায় স্বাগতিকরা নিজেরাও পড়ে গেছে বিপদে।

সবমিলিয়ে কিংস্টনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই পড়েছে ১২টি উইকেট। যেখানে একটি রানআউট বাদে দুই দলের পেসাররাই নিয়েছেন বাকি ১১টি উইকেট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টস হারা পাকিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ২১৭ রানে।

শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে চার ওভারের মধ্যে মাত্র ২ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতা খোলার আগেই কাইরন পাওয়েল ও এনক্রুমাহ বোনারকে সাজঘরে পাঠিয়েছেন মোহাম্মদ আব্বাস।

আজ (শুক্রবার) ম্যাচের দ্বিতীয় দিন ১ রান নিয়ে ব্যাট করতে নামবেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। অন্যদিকে থাকবেন ৬ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকা রস্টোন চেজ।

পাকিস্তানের ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান করেছেন অভিজ্ঞ ফাওয়াদ আলম। তাকে সাজঘরে পাঠিয়েছেন জেসন হোল্ডার। এছাড়া ফাহিম আশরাফ ৪৪ ও বাবর আজম করেন ৩০ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছেন জেডন সিয়ারস ও জেসন হোল্ডার। কেমার রোচ ২ ও কাইল মায়ার্স নিয়েছেন ১টি উইকেট।

এসএএস/এমএস