ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এর আগে ৮২ ইনিংসে এমন আউট হননি সাকিব

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৮ পিএম, ০৯ আগস্ট ২০২১

আন্তর্জাতিক ক্যারিয়ারে আজ ৮৪তম ম্যাচ খেলতে নেমেছেন সাকিব আল হাসান। এর আগে ব্যাটিং করেছেন ৮২ ইনিংসে। কখনই এভাবে আউট হননি বিশ্বসেরা অলরাউন্ডার।

হ্যাঁ, অবাক করার মতো পরিসংখ্যান। সাকিব তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এর আগে কখনই এলবিডব্লিউ হননি। আজ (সোমবার) মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অসি লেগস্পিনার অ্যাডাম জাম্পা তাকে দিলেন সেই তিক্ত অভিজ্ঞতার স্বাদ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৫ ইনিংস এলবিডব্লিউ আউট না হয়ে এই তালিকায় সবার ওপরে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

গত ম্যাচের মতো আজও উইকেটে এসে শুরু থেকেই হাসফাঁস করছিলেন সাকিব। বারকয়েক ভাগ্যগুণে বেঁচে যান। তবে বাঁচতে পারেননি দশম ওভারে এসে। অ্যাডাম জাম্পার ঘূর্ণি ডেলিভারি প্যাডে লেগে এলবিডব্লিউ হন সাকিব (২০ বলে ১১)।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯১ রান। নুরুল হাসান সোহান ১ আর সৌম্য সরকার ১২ রানে অপরাজিত আছেন।

আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সৌম্য সরকারের টানা ব্যর্থতায় এবার ওপেনিং জুটিতে পরিবর্তন আনা হয়। প্রমোশন পেয়ে নাইম শেখের সঙ্গে ইনিংস উদ্বোধন করে মাহেদি হাসান।

নতুন জুটি খারাপ করেনি। প্রথম তিন ওভারেই ৩৩ রান তুলেছিলেন নাইম আর মাহেদি। তাদের ২৭ বলে ৪২ রানের ঝড়ো জুটিটি শেষ পর্যন্ত থেমেছে মাহেদির ব্যাটের নিয়ন্ত্রণ হারিয়ে।

ইনিংসের পঞ্চম ওভারে অসি অফস্পিনার অ্যাটশন টার্নারকে ব্যাকফুটে গিয়ে পুলের মতো খেলতে চেয়েছিলেন মাহেদি। হাত থেকে তার ব্যাট ছুটে যায়, অন্যদিকে বল উঠে যায় ওপরে। মিডউইকেটে দাঁড়িয়ে সহজ ক্যাচ নেন অ্যাশটন অ্যাগার।

এরপর নাইম সেট হয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন। নবম ওভারে ড্যান ক্রিশ্চিয়ানকে অযথা রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাটের ভারসাম্য হারিয়ে ফেলেন তিনিও। পয়েন্টে সহজ ক্যাচ নেন অ্যাগার। একটি করে চার-ছক্কার নাইম করেন বল সমান ২৩ রান।

এমএমআর/এমএস