ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঘরের মাঠের ‘আসল’ সুবিধাই পায়নি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৭ আগস্ট ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক ম্যাচ জিতে চলেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি ফরম্যাটে যাদেরকে এর আগে একবারও হারানো যায়নি, সেই অসিদের পরপর তিন ম্যাচে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে টাইগাররা।

কিন্তু অসামান্য অর্জনকে খাটো করতে সমালোচকরা বারবার তুলে আনছেন পিচের কথা। তাদের মতে, ঘরের মাঠে নিজেদের পছন্দমতো পিচ বানিয়ে পাওয়া জয়ে কৃতিত্বের কিছু নেই। তাদের জন্য পরিষ্কার বার্তা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের।

শুধু তাই নয়, অস্ট্রেলিয়া দলের শক্তিমত্তা নিয়েও প্রশ্ন তুলতে নারাজ বিসিবি বিগ বস। কেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসিদের যে দলটি খেলেছিল, তারাই এসেছে বাংলাদেশে। ইনজুরির কারণে শুধু ছিটকে গেছেন অ্যারন ফিঞ্চ। এছাড়া বাকিদের সামর্থ্য সম্পর্কে অবগত পাপন।

শুক্রবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ নিশ্চিত করার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবি প্রেসিডেন্ট বলেছেন, ‘আমার যতদূর মনে পরে যে দলটা দেখলাম ওয়েস্ট ইন্ডিজে যে দলটা গিয়েছিল সেই দলটাই আছে। শুধু ফিঞ্চ নেই। ওদের স্পিনার অ্যাগার-জ্যাম্পাও খুবই ভালো। বিশ্বমানের স্পিনার।’

এসময় উইকেট থেকে পাওয়া সুবিধার ব্যাপারে পাপন জানান, ‘আরেকটা জিনিষ দেখেন আমরা স্পিনিং উইকেট নিয়ে কেন কথা বলছি। উইকেট যদি দেখেন পেসাররাই তো নিচ্ছে। প্রথম ম্যাচ থেকে দেখেন! ওরাই বেশি পাচ্ছে। এখন বলতে পারেন কন্ডিশন আলাদা। ওদের ওইখানে গেলেও আমাদের জন্য আলাদা।’

তবে পাপনের মতে ঘরের মাঠের আসল সুবিধাই পায়নি বাংলাদেশ দল। যা হলো মাঠের দর্শক। করোনার কারণে মাঠে দর্শক না থাকায় আসল সুবিধাই পায়নি টাইগাররা, এমনটাই মত পাপনের।

তিনি বলেছেন, ‘হোম গ্রাউন্ডের সুবিধা আমরা পেয়েছি, কিন্তু সত্যি বলতে আমরা ঘরের মাঠের সুবিধা পাইনি। এটা কিন্তু পিচ না, দর্শক। সাপোর্টার, এরাই তো ছিল না। মাঠে ভর্তি সাপোর্টার থাকলে সাহস থাকে মনে, এটা কিন্তু এবার ছিল না।’

এসএএস/এমকেএইচ