ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মোস্তাফিজের অবিশ্বাস্য ডেলিভারিতে বোকা হলেন ফিলিপে

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৪ আগস্ট ২০২১

প্রথম ওভারেই জাদু দেখালেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের অবিশ্বাস্য এক ডেলিভারিতে বোকা বনে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনার গ্লেন ফিলিপে।

বাংলাদেশ ইনিংসের ষষ্ঠ ওভারে মোস্তাফিজকে আক্রমণে আনেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওভারের প্রথম বলেই চার হজম করলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান ফিজ। দ্বিতীয় আর তৃতীয় বলে দেন ডট।

চতুর্থ বলেই অবিশ্বাস্য এক ডেলিভারি দেন। ফিলিপে (১৪ বলে ১০) ছাড়বেন কি খেলবেন, বুঝতে বুঝতেই পেছন দিক দিয়ে উম্মুক্ত হওয়া লেগ স্ট্যাম্প উড়ে যায় মোস্তাফিজের কাটারে। ৩১ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভার শেষে অসিদের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। মিচেল মার্শ ১১ আর ময়েচেস হেনড্রিকস ২ রানে অপরাজিত আছেন।

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হার। দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংই বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। বেশ দেখেশুনে শুরু করেন তাদের দুই ওপেনার অ্যালেক্স কারে আর গ্লেন ফিলিপে।

মিরপুর শেরে বাংলায় এবারও স্পিন দিয়ে বোলিং শুরু করে বাংলাদেশ। মাহেদি হাসানের প্রথম ওভার থেকে মাত্র ১ রান তুলতে পারে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ওভারেই নাসুম আহমেদের ওপর চড়াও হন কারে, জোড়া বাউন্ডারি হাঁকান। তবে পরের ওভারে এসে এই ওপেনারকে সাজঘরের পথ দেখিয়েছেন মাহেদি।

ওভারের তৃতীয় বলে ঘূর্ণি বুঝতে না পেরে কারে (১১ বলে ১১) তুলে দেন মিড অফে। নাসুম নেন সহজ ক্যাচ। ১৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এমএমআর/এমএস