ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে আম্পায়ার থাকছেন যারা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ৩১ জুলাই ২০২১

আর মাত্র দুদিন। ৩ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কঠোর বায়ো-বাবলের মধ্যে অনুষ্ঠেয় যে সিরিজ নিয়ে দর্শক-সমর্থকদেরও আগ্রহ-উদ্দীপনার কমতি নেই।

এই সিরিজে খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন কারা? ম্যাচ রেফারির গুরুদায়িত্বই বা সামলাবেন কে? জানারও আগ্রহ হচ্ছে নিশ্চয়ই! লক্ষ্যণীয় ব্যাপার হলো, খেলা পরিচালনার দায়িত্ব পাওয়া সবাই এবার বাংলাদেশি।

ম্যাচ রেফারি হিসেবে থাকছেন নিয়ামুর রশিদ রাহুল। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকল, শরফউদ্দৌলা সৈকত, গাজী সোহেল এবং তানভীর আহমেদ। আম্পায়ারদের চারজনের মধ্যে ঘুরেফিরে পদ বদলাবে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩ আগস্ট। এরপর ৪, ৬, ৭ এবং ৯ আগস্ট বাকি ম্যাচগুলো। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ভেন্যু মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম।

এমএমআর/এএসএম