তিন অভিজ্ঞ ক্রিকেটার না থাকা তরুণদের জন্য বড় সুযোগ : নান্নু
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে নেই তামিম ইকবাল, মুশফিকুর রহীম আর লিটন দাস। একসঙ্গে টপ অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ছাড়া কবে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ? খুঁজে বের করা আসলে কঠিন।
অন্তত নিকট অতীত ও সাম্প্রতিক সময় মানে তিন-চার বছরের মধ্যে হয়নি। কিন্তু এবার হবে। ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওই তিনজন নির্ভরযোগ্য, অভিজ্ঞ এবং ম্যাচ উইনারকে ছাড়াই খেলতে হবে টাইগারদের।
এটা কতটা ঘাটতি? এ শূন্যতা কি পূরণ করা সম্ভব? প্রধান নির্বাচক হিসেবে তামিম, মুশফিক ও লিটনের না থাকাটা কিভাবে দেখছেন মিনহাজুল আবেদিন নান্নু?
আজ (বুধবার) জাগো নিউজের সাথে একান্ত আলাপে সে প্রশ্নের জবাব দিতে গিয়ে অনেক কথাই বলেছেন নান্নু। তিনি স্বীকার করে নিলেন, এই তিনজনের অভাব বোধ হবে। তবে এটাকে বাকিদের জন্য দারুণ সুযোগও দেখছেন প্রধান নির্বাচক।
তিন ক্রিকেটারের না থাকার ব্যাপারটি মেনে নিয়ে নান্নু বলেন, ‘ইনজুরির সাথে তো আর কিছু করার নেই। এর সাথে কিছু পারিবারিক কারণও আছে। আমরা সামাজিক জীব। আমাদের সবার কমবেশি পারিবারিক দায়বদ্ধতাও থাকে। সবকিছু মানিয়ে চলতে হবে ‘
প্রধান নির্বাচক যোগ করেন, ‘সবসময় সবকিছু আয়ত্ত্বের ভেতর রাখা যায় না। যেহেতু এটা হয়ে গেছে। কিছু করার নেই। তবে জিম্বাবুয়েতে তিন ফরম্যাটে সিরিজ জিতে এসেছে দল। সেই দলের বেশ কজন ক্রিকেটারই আছে টি-টোয়েন্টি দলে। তাই ছেলেরা আত্মবিশ্বাসীই থাকবে।’
যারা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে পারফর্ম করতে পারবে, জায়গাটা লুফে নিতে পারবে, নিশ্চিতই তাদের জন্য দারুণ সুযোগ। তাই তরুণদের দিকে তাকিয়ে আছেন প্রধান নির্বাচক।
নান্নু বলেন, ‘এখানে যারা সুযোগ পাবে, তাদের জন্য বিরাট প্ল্যাটফর্ম। নিজেদের মেলে ধরার বড় সুযোগ। যে যেখানে সুযোগ পাক না কেন, তা কাজে লাগানোটা খুব গুরুত্বপূর্ণ।’
‘আমি মনে করি অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা তেমন এক অপরচ্যুনিটি (সুযোগ) সবার জন্য। যারা নিজেদের দলে প্রতিষ্ঠিত করতে চায়, যাদের প্রতিষ্ঠিত হওয়া দরকার, তাদের জন্য এ এক বিরাট সুযোগ।’
এআরবি/এমএমআর/জেআইএম