ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শেষ সময়ে অধিনায়ক বদল, ৯ নতুন মুখকে ডাকল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০৬ জুলাই ২০২১

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন না বেন স্টোকস। কিন্তু জরুরি অবস্থায় পড়ে তাকে দলে ফেরাতে বাধ্য হলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। শুধু তাই নয়, ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে অধিনায়কত্বও দেয়া হয়েছে এ তারকা অলরাউন্ডারকে।

শ্রীলঙ্কাকে সিরিজ হারানো দলে কোনো পরিবর্তন না এনেই পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে দিয়েছিল ইসিবি। কিন্তু সোমবার করা করোনা পরীক্ষায় দলের তিন খেলোয়াড় ও চার টিম স্টাফ পজিটিভ শনাক্ত হওয়ায়, দলের সবাইকে পাঠানো হয়েছে আইসোলেশনে।

কিন্তু এদিকে আবার বৃহস্পতিবার থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। তাহলে উপায়? এ সমস্যা সমাধানের লক্ষ্যে বেন স্টোকসকে অধিনায়কত্ব দেয়ার পাশাপাশি ৯ নতুন মুখ নিয়ে পুরোপুরি ভিন্ন আরেক স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। ফলে আসন্ন সিরিজে আনকোড়া এক ইংল্যান্ডের মুখোমুখিই হতে চলেছে পাকিস্তান।

প্রথম ম্যাচেই ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে নয়জন খেলোয়াড়ের। তারা হলেন ব্রাইডন কারস, জ্যাক ক্রাওলি, লুইস গ্রেগরি, টম হেলম, উইল জ্যাকস, ড্যান লরেন্স, ডেভিড পেইন, ফিল সল্ট ও জন সিম্পসন।

এত এত নতুন খেলোয়াড়কে ডাকা হলেও, জাতীয় দলের পুনরায় সুযোগ মেলেনি ডানহাতি তারকা ওপেনার অ্যালেক্স হেলসের। ২০১৯ সালের বিশ্বকাপের আগে চিত্তকর্ষক ড্রাগ নেয়ার অপরাধে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এখনও ফেরা হয়নি দলে।

বৃহস্পতিবার কার্ডিফে হবে সিরিজের প্রথম ম্যাচটি। পরে শনিবার (১০ জুলাই) লর্ডসে হবে দ্বিতীয় ওয়ানডে আর সবশেষ ১৩ জুলাই এজবাস্টনে মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ইংল্যান্ডের পরিবর্তিত ওয়ানডে স্কোয়াড
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক বল, ড্যানিয়েল ব্রিগস, ব্রাইডন কারস, জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, লুইস গ্রেগরি, টম হেলম, উইল জ্যাকস, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ম্যাট পারকিনসন, ডেভিড পেইন, ফিল সল্ট, জন সিম্পসন এবং জেমস ভিনস।

এসএএস/এমকেএইচ