ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১০ রানে ৭ উইকেট নিয়ে হাজারি ক্লাবে অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৬ জুলাই ২০২১

চলতি মাসের শেষ দিকে বয়সের কাঁটা ছুঁয়ে ফেলবে ৩৯-র ঘর। তাতে যেন বয়েই গেল ইংল্যান্ডের তারকা পেস বোলার জেমস অ্যান্ডারসনের। ছয় আউন্সের লাল চর্মগোলক হাতে এখনও যেন নিজের সেরা সময়ের মধ্যেই রয়েছেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী এ পেসার।

আগামী মাসে ভারতের বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে নিজেকে খেলার মধ্যে রাখতে কাউন্টি ক্রিকেটে গায়ে চাপিয়েছেন ল্যাঙ্কাশায়ারের জার্সি। সেখানেও আগুনে ফর্মে অ্যান্ডারসন। তার গোলার আগুনে পুড়ে ভস্ম হলো কেন্ট। একাই ৭ উইকেট নিয়ে হাজারি ক্লাব নাম লিখিয়েছেন অ্যান্ডারসন।

মঙ্গলবার কেন্টের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের হয়ে কেন্টকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছেন অ্যান্ডারসন। তার বোলিং তোপে ৭৪ রানের বেশি করতে পারেনি কেন্ট। ইনিংস শেষে অ্যান্ডারসনের নামের পাশে বোলিং ফিগার ১০-৫-১৯-৭; তবে একপর্যায়ে এটিই ছিল ৯-৫-১০-৭। অর্থাৎ মাত্র ১০ রানেই ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

পরে শেষ ওভারে দুই চারের মারে ৯ রান হজম করার পর আর বল হাতে নেননি অ্যান্ডারসন। আর বোলিং না করলেও, প্রায় ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন ডানহাতি এ পেসার। ম্যাচটি শুরুর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেটসংখ্যা ছিল ৯৯৫টি। প্রথম ইনিংস শেষে এটি বেড়ে হলো ১০০২!

বিশ্বের ২১৬তম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজার উইকেট নিলেন অ্যান্ডারসন। তবে ২০০৫ সালের পর আর কোনো পেসার এ মাইলফলকে নাম লেখাতে পারেননি। সে বছর অ্যান্ডি ক্যাডিক পূরণ নিয়েছিলেন হাজারতম উইকেট। এর প্রায় ১৬ বছর পর পেসারদের অপেক্ষার অবসান ঘটালেন অ্যান্ডারসন।

২০০২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ২৬২তম ম্যাচে গিয়ে ১ হাজার উইকেট নিলেন তিনি। তার হাজারতম শিকারে পরিণত হয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হেইনো কুন। এই ১৯ রানে নেয়া ৭ উইকেটই তার ক্যারিয়ার সেরা বোলিং। আগের সেরা ছিল ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে ৪২ রানে ৭ উইকেট।

হাজার উইকেট নেয়ার পথে আন্তর্জাতিক টেস্টে ১৬২ ম্যাচে ৬১৭ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। আর স্বীকৃত প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০তম ম্যাচ খেলতে নামা অ্যান্ডারসন নিয়েছেন ৩৮৫টি উইকেট। এর মধ্যে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৩৩৯, ইংল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ৪৪ ও অকল্যান্ডের হয়ে নিয়েছেন ২টি উইকেট।

এ মাইলফলকে সবচেয়ে বেশি ৭৩১ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের মাটিতে। এর বাইরে পঞ্চাশের বেশি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে, ৭৫টি। প্রতিপক্ষ হিসেবে একশর বেশি উইকেট নিয়েছেন ভারত (১১৮) ও অস্ট্রেলিয়ার (১০৪) বিপক্ষে। তিনি সবমিলিয়ে ১৬১জন ব্যাটসম্যানকে ফিরিয়েছেন ০ রানে।

এসএএস/এএসএম