ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বোর্ড পরিচালকের দায়িত্ব থেকে মুক্ত নাবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:০৭ পিএম, ২২ জুন ২০২১

সাধারণত খেলোয়াড়ি জীবন শেষে অবসর নেয়ার পর নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন ক্রিকেটাররা। কিন্তু ব্যতিক্রম ঘটেছিল আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবির ক্ষেত্রে। খেলোয়াড়ি জীবনেই পেয়েছিলেন বোর্ড পরিচালকের দায়িত্ব।

তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির দিকে জোর দেয়ার জন্য নাবিকে বোর্ড পরিচালকের দায়িত্ব থেকে মুক্ত করে দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। যাতে আসন্ন সিরিজগুলোর জন্য যথাযথভাবে নিজেকে প্রস্তুত রাখতে পারেন তিনি।

সোমবার এক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে এসিবি। এখন নাবির রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করবেন নয়া দিল্লিতে আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই।

বিবৃতিতে এসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আফগানিস্তানের আসন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত আন্তর্জাতিক সূচি বিবেচনা করে সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ নবিকে তার বোর্ড সদস্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবচেয়ে অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।’

নাবির জায়গায় ফরিদ মামুন্দজাইকে দায়িত্ব দেয়ার নির্দিষ্ট লক্ষ্যও রয়েছে এসিবির। ক্রিকেট বোর্ডের আশা এতে করে ভারতের সঙ্গে তাদের ক্রিকেটীয় সম্পর্ক আরও জোরদার হবে। আপাতত ভারতেই নিজেদের হোম ম্যাচগুলো খেলে থাকে আফগানিস্তান।

উল্লেখ্য, গত বছরের আগস্টে বোর্ড পরিচালকের দেয়া হয়েছিল নাবিকে। ২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তবে সীমিত ওভারের ক্রিকেটে দেশের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

এসএএস/জেআইএম