ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অবশেষে করোনা নেগেটিভ রিপোর্ট সুজনের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:২৮ এএম, ২৩ মে ২০২১

যেহেতু তার টিম ম্যানেজমেন্টে থাকার কথা, তাই সেই ১৬ মে থেকে চার দফা কোভিড টেস্ট হয়েছে। যার তিনটিতেই নেগেটিভ এসেছে। সব কিছু ঠিক ঠাক মতই ছিল। যত গন্ডগোল পাকিয়েছে শুক্রবারের রিপোর্ট। সে রিপোর্টে পজিটিভ রিপোর্ট আসায় আর সবার মত নিজেকে আইসোলেশনে রেখেছিলেন খালেদ মাহমুদ সুজন।

আজ শনিবার সকালে শেরে বাংলায় টাইগারদের অনুশীলনের মাঝামাঝি সময় শোনা যায় টিম লিডার খালেদ মাহমুদ সুজনের কোভিড-১৯ পজিটিভ এর খবর।

আজ দুপুর গড়ানোর পরও মিডিয়ার ফোনও ধরেননি সুজন। হয়তো নিজের ভেতরেই হতাশা অনুভব করছিলেন তিনি।

অবশেষে রাত ৯ টার দিকে করোনার সর্বশেষ রিপোর্ট নেগেটিভ আসার পর আবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। শনিবার রাত সোয়া ১০ টার দিকে জাগো নিউজের সাথে মুঠোফোন আলাপে সুজন জানান, ‘অবশেষে নেগিটিভ রিপোর্ট এসেছে।’

বোর্ড পরিচালক ও বিসিবির গেম ডেভোলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানান, সেই ১৬ মে থেকে টেস্ট করাচ্ছি। কাল শুক্রবারের রিপোর্টটি ছাড়া প্রতিবারই নেগেটিভ এসেছে।

পরে আবার আজ সকালে টেস্ট করানো হয়েছে। রাত ৯ টার পর জানা গেল সে রিপোর্ট নেগেটিভ।

এআরবি/আইএইচএস