ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেগেটিভ হলেন হাসি, এখনও পজিটিভ ঋদ্ধিমান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৫ মে ২০২১

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসির জন্য সুসংবাদ। অস্বস্তির মধ্যেও কিছুটা স্বস্তির খবর। অবশেষে কোভিড-১৯ টেস্টের ফল এলো নেগেটিভ। এবার নিজ দেশ অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রস্তুত হাসি। তবে সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার রিপোর্ট এখনও পজিটিভ।

করোনা আক্রান্ত হয়ে চেন্নাইয়েই থাকতে হয়েছে হাসিকে। সাবেক এই অজি ব্যাটসম্যান সুস্থ থাকলেও তার কোভিড টেস্টের রিপোর্ট নিয়ে সংশয় দেখা দেয়। গত শুক্রবার (৭ মে) জানা গিয়েছিল তার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু সোমবারই (১০ মে) আবার তার রিপোর্ট পজিটিভ হয়ে যায়। যদিও ১৪ মে (শুক্রবার) আবারও হাসির আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

শুক্রবার চেন্নাই সুপার কিংস-এর সিইও কাশি বিশ্বনাথন বলেছেন, ‘হাসির আরটি-পিসিআর রেজাল্ট নেগেটিভ এসেছে। সে দ্রুত সুস্থ হচ্ছে। তবে কবে দেশে ফিরবে, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মলদ্বীপ হয়ে ফিরবে, নাকি সরাসরি অস্ট্রেলিয়ায় ফিরবে, তাও নিশ্চিত নয়।’

আইপিএল স্থগিত করে দেয়ার পর আইপিএলের পক্ষ থেকে সাবেক অসি তারকা ব্যাটসম্যান এবং চেন্নাইয়ের ব্যাটিং কোচের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছিল। যদিও মাত্র দু’দিনের ব্যবধানে হাসির কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে ছিল সিএসকে ম্যানেজমেন্ট।

প্রথম নেগেটিভ রিপোর্ট আসার পর অস্ট্রেলিয়ান সংবাদপত্র সিডনি মর্নি হেরার্ল্ডকে হাসি জানিয়েছিলেন, ‘আমি বিশ্রামে রয়েছি। এখনও আগের থেকে অনেক ভালো আছি। সিএসকে আমার জন্য যা করছে, তার জন্য কৃতজ্ঞ। এ মুহূর্তে ভারতের অবস্থা অত্যন্ত ভয়ানক। তবে এর মধ্যেও আমি প্রচুর আশীর্বাদ ও ভালোবাসা পেয়েছি। ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট সমর্থকদের এই বার্তা পাঠানোর জন্য আমি কৃতজ্ঞ।’

কিন্তু দু’দিন পরেই আবার তার রিপোর্ট পজিটিভ আসে। এতে চিন্তায় পড়ে যান চেন্নাই ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা; কিন্তু ১৪ মে ফের হাসির আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ফেরে সিএসকে ম্যানেজমেন্টে।

ঋদ্ধিমান সাহার রিপোর্ট নিয়েও ধুম্রজাল তৈরি হয়েছে। একটি রিপোর্টে এসেছে পজিটিভ এবং অন্য রিপোর্টে এসেছে নেগেটিভ। যে কারণে তার আইসোলেশনে থাকার সময়টা বেড়ে গেছে।

ঋদ্ধিমান সাহাকে রাখা হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে এবং এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াডেও। ২৫ মে মুম্বাইতে তার ভারতীয় দলের বায়ো-বাবলে প্রবেশ করার কথা রয়েছে। এর মধ্যে করোনা রিপোর্ট নেগেটিভ না এলে বড় সমস্যাতেই পড়ে যাবেন তিনি।

আইএইচএস/জিকেএস