ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএলের বাকি অংশ ভারতে হবে না : গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:১১ পিএম, ০৯ মে ২০২১

ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা আগেই জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের বাকি অংশ ভারতে হওয়ার সম্ভাবনা নেই। এবার সেই একই কথা বললেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।

মূলত ভারতীয় ক্রিকেট দলের ঠাসা সূচির কারণেই আইপিএলের বাকি অংশ আয়োজনের জন্য ফাঁকা সময় পাওয়া যাবে না বলে জানিয়েছেন গাঙ্গুলি। শুধু তাই নয়, ইংল্যান্ডেও আইপিএলের বাকি অংশ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন বিসিসিআই সভাপতি।

রোববার দ্য হিন্দুর বরাত দিয়ে ভারতের বহুল প্রচারিত দৈনিক আনন্দবাজার ছেপেছে এ খবর। যেখানে গাঙ্গুলি বলেছেন,’ ইংল্যান্ড সফরের পরে শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলতে যাবে ভারত। সব জায়গায় ১৪ দিনের কোয়ারেন্টাইনের মতো কঠোর নিয়ম রয়েছে। তাই আইপিএল ভারতে হওয়ার সুযোগ নেই। কোয়ারেন্টাইনের ব্যাপারটা খুবই কঠিন। আইপিএলের বাকি অংশ আয়োজন করার সুযোগ কবে পাব, সেটা এই মুহূর্তে বলা খুব কঠিন।’

ভারতের করোনা পরিস্থিতি বিবেচনায় খেলোয়াড়রা আক্রান্ত হওয়ার আগেই আইপিএল বন্ধ করে দেয়া উচিত ছিল কি না? এ প্রশ্নে ঠিক সম্মত হননি গাঙ্গুলি। তার ভাষ্য, ‘এখন হয়তো অনেকের মনে হতে পারে, আইপিএল আগে স্থগিত করা হলেই ভাল হতো। কিন্তু মুম্বাই এবং চেন্নাইয়ে কেউ আক্রান্ত হয়নি। দিল্লি এবং আমদাবাদের খেলা হওয়ার পরেই এই ঘটনা ঘটেছে।’

তিনি আরও যোগ করেন, ‘লোকে অনেক কথাই বলবে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে দেখুন। ওদেরও অনেকে আক্রান্ত হয়েছে। কিন্তু ওরা ম্যাচ পিছিয়ে পরে আয়োজন করেছে। আইপিএলে সেটা সম্ভব নয়। সাত দিনের জন্য খেলা থামিয়ে দিলেই ক্রিকেটাররা বাড়ি ফিরে যাবে এবং আবার সেই কোয়ারেন্টাইন শুরু হয়ে যাবে।’

সৌরভ গাঙ্গুলি জোর গলায় জানিয়ে দিলেন, কেউ আক্রান্ত না হলে আইপিএল পুরোটাই চালিয়ে নিতেন তারা, ‘আবারও বলছি, যদি কেউ আক্রান্ত না হতো তা হলে আমরা খেলা চালিয়ে যেতাম। ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে ছিল এবং মাঠে কোনও দর্শক ঢুকতে দেওয়া হচ্ছিল না। কোনও ক্রিকেটারও আক্রান্ত হয়নি। ওরা আক্রান্ত হতেই আমরা বন্ধ করে দিই। বাকি লিগগুলোর দিকে তাকিয়ে দেখুন। ওখানে প্রচুর করোনা আক্রান্ত পাওয়া যাচ্ছে। লিগ কিন্তু থামেনি।’

এসএএস/এমকেএইচ