ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হায়দরাবাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দিল্লি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৫ এপ্রিল ২০২১

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলের লড়াইয়ে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ আর দিল্লি ক্যাপিটালস। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত।

দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে দিল্লি ক্যাপিটালস। ৪ ম্যাচের ৩টিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে পান্তের দল। সমান ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ।

হায়দরাবাদ একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, কেদার যাদব, বিজয় শঙ্কর, বিরাট সিং, অভিষেক শর্মা, রশিদ খান, জে সুচিথ, খলিল আহমেদ, সিদ্ধার্থ কাউল।

দিল্লি একাদশ
পৃথ্বি শ, শিখর ধাওয়ান, স্টিভেন স্মিথ, রিশাভ পান্ত (অধিনায়ক), সিমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অমিত মিশ্র, আবেশ খান।

এমএমআর/এমকেএইচ