ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রিমিয়ার লিগ হওয়ার সম্ভাবনা খুবই কম : পাপন

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৪ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আপাতত বন্ধ রয়েছে দেশের খেলাধুলা। চলতি মাসের শুরুতে জাতীয় ক্রিকেট লিগের দুই রাউন্ড হওয়ার পর স্থগিত রাখা হয়েছে খেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় লিগ শুরুর কথা জানিয়েছিল আয়োজকরা। তবে করোনা পরিস্থিতি ক্রমণ অবনতির দিকে যাওয়ায় জাতীয় লিগ মাঠে ফেরার সম্ভাবনা কমে আসছে।

এদিকে মার্চের শুরুর দিকে দেশের ক্লাব ক্রিকেটের জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সভাপতি কাজী ইনাম আহমেদ। তিনি জানিয়েছিলেন, মে মাসের শুরুর দিকে হতে পারে ঢাকা প্রিমিয়ার লিগের আসর।

গতবছরের মার্চে মাত্র এক রাউন্ড হওয়ার পর স্থগিত করা হয়েছিল প্রিমিয়ার লিগ ক্রিকেটের আসর। এরপর এক বছর পার হয়ে গেলেও, এ টুর্নামেন্ট মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা দেখা দেয়নি। আর এখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, এবার প্রিমিয়ার লিগ হওয়ার সম্ভাবনা খুবই কম।

শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেছেন, ‘এখন যে পরিস্থিতি আছে তাতে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো খুবই কঠিন। কারণ যে পরিস্থিতি, তাতে মাঠে খেলা ফেরানো কোনভাবেই উচিত হবে না।’

তবে সম্ভাবনা একদমই নাকচ করে দেননি পাপন। যথাযথ জৈব সুরক্ষা বলয়ের নিশ্চিত করতে পারলে খেলা হতে পারে বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট, ‘যতক্ষণ পর্যন্ত আমরা জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত খেলাটা মাঠে গড়ানো কঠিন। সেখানে একটা দল হোক বা দশটা।’

তিনি আরও যোগ করেন, ‘যদিও বিসিবি চেষ্টা করে যাচ্ছে। ওরা (দায়িত্বশীলরা) যদি আমাকে মানাতে পারে যে জৈব সুরক্ষা বলয়ে ওরা খেলাটা চালাতে পারবে, তাহলে আমরা খেলব। আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ।’

এসএএস/জিকেএস