বোর্ডের বিরুদ্ধে সাকিব-মাশরাফির বক্তব্যের বিষয়ে যা বললেন সুজন
বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডে তখন দেশের ক্রিকেট উত্তাল সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার ভিন্ন ভিন্ন সাক্ষাৎকারের ব্যাপারে। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এর বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন সাকিব ও মাশরাফি। দেশের ক্রিকেট উন্নয়নে বোর্ডের কর্তাব্যক্তিদের অবদানের বিষয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তারা।
গত শনিবার সাকিব আল হাসানের ফেসবুক লাইভ ও এরপর মাশরাফির বেশ কয়েকটি সাক্ষাৎকারেই ছিল বোর্ডের কর্তাব্যক্তিদের অনিয়ম ও দেশের ক্রিকেটে উন্নতিতে তাদের অবদানের কথা। যা নিয়ে এখনও পর্যন্ত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি কেউ। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও পুরোপুরি নিশ্চুপ।
আজ (শনিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখ খুলেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তিনিও বোর্ডের অংশ হলেও, সাকিব-মাশরাফি দুজনই প্রশংসা করেছেন তার কাজের। কেউ যদি ক্রিকেট নিয়ে সত্যিকার অর্থেই কাজ করেন, সেটা খালেদ মাহমুদ সুজন- এমনটাই বলেছেন সাকিব-মাশরাফি।
তবু সাকিব-মাশরাফির বক্তব্য বোর্ডের জন্য বিব্রতকর হিসেবেই মনে করছেন তিনি। শুরুতে এ বিষয়ে কিছু না বলতে চাইলেও, নিজের অভিমত ঠিকই তুলে ধরেছেন সুজন। তার মতে, এ বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়ার কিছু নেই। বোর্ড সভাপতি বাসা থেকে বের হলে শিগগিরই এর সমাধান হয়ে যাবে বলে বিশ্বাস সুজনের।
এ বিষয়ে তার বক্তব্য হলো, ‘আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু বলতে চাই যে, বিব্রতকর তো একটু লাগবেই, স্বাভাবিক। দুজনই আমাদের দেশের আইকন। মাশরাফি বাংলাদেশ দলের আইকন, সফলতম অধিনায়ক, একজন কিংবদন্তি। আমি বলব বাংলাদেশ দলকে একসময় খাঁদের কিনারা থেকে তুলে আনা... আর সাকিব তো বিশ্বসেরা। ওর কথা বলে শেষ হবে না। দুজনই দেশের আইকন, সেরা পারফরমার, সব দিক থেকেই।’
‘তো ওদেরও... যেটা বলেছে, কেনো বলেছে এটা খুবই অস্বস্তিকর ব্যাপার। তবে সবাই ধরেন ভালোবাসা থাকে, ক্ষোভ থাকে, দুঃখও থাকে হয়তোবা। কোনো দুঃখ থেকে এ কথাগুলো আসছে কি না আমি জানি। তবে কথাগুলো একটু বিব্রতকর অবশ্যই। বোর্ডের যারা আছে সবাই চেষ্টা করে। অনেক সময় সাকসেস আসে, অনেক সময় আসে না। কিন্তু একটা জিনিস কেউ বলতে পারবে না যে, কেউ এখানে সময় কাটাতে আসে, সবাই কিন্তু চেষ্টা করে।’
‘এটাকে ওদের ব্যক্তিগত অভিমত মনে করি আমি। এটাকে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি, ততটা গুরুত্ব দেয়ার কিছু নাই এটা। খুবই সামান্য বিষয় এটা, যেটা আমরা বিসিবি ডিসকাশনের মাধ্যমে সঠিকভাবে ঠিক করে ফেলা যায়। এটা নিয়ে আসলে এত গসিপ করাও আমাদের ঠিক না, এত কথা বলাও ঠিক না। কারণ যার যার মনের কথা এখানে এসেছে। এটা সত্য-মিথ্যা এগুলো বড় কথা না। এটা আমরা বোর্ডে আলোচনার মাধ্যমে... পাপন ভাই আছে।’
‘আমি সবসময় বলি, উনি এমন একজন লোক যিনি ক্রিকেটের খুঁটিনাটি সব খোঁজখবর রাখেন এবং উনি যেকোনো পরিস্থিতিকে সামাল দিতে পারেন। পাপন ভাই হয়তো ব্যক্তিগত কারণে এখন বের হচ্ছেন না। সেটা যাইহোক, ছোটখাট বিষয় এগুলা। খুব তাড়াতাড়িই সমাধান হয়ে যাবে। আমাদের এখন ফিরে আসা উচিত ক্রিকেটে। সামনে আমাদের গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে, আবার শ্রীলঙ্কা আসবে। তো অনেক ক্রিকেট আছে। সুতরাং কীভাবে বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলবে সেটাই এখন মুখ্য।’
এসএএস/এএসএম