ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতে বসেই ভাইয়ের জন্য কাঁদলেন ক্রিকেটার শরীফ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১২ মার্চ ২০২১

একটা সময় বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। কিংবদন্তি ক্রিকেটারদের ভিড়ে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে এবার গেছেন ভারতে। রোড সেফটি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ লিজেন্ডসের নিয়মিত একাদশেও দেখা যাচ্ছে মোহাম্মদ শরীফকে।

এদিকে শরীফের বড় ভাই মোহাম্মদ জিয়াউর রহমানের অবস্থা খুব খারাপ। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় আছেন। তাকে বাঁচিয়ে তুলতে খুব দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে।

বৃহস্পতিবারই সামাজিক যোগাযোগমাধ্যমে শরীফ জানিয়েছিলেন সে কথা। শুক্রবার ফেসবুক লাইভে এসে রীতিমত কান্নায় ভেঙে পড়লেন জাতীয় দলের সাবেক এই পেসার। অসুস্থ বড় ভাইকে বাঁচাতে কান্নাভেজা চোখে চাইলেন সহায়তা।

শরীফের ভাইয়ের জন্য ‘বি পজেটিভ’ রক্তের ডোনার প্রয়োজন। নির্দিষ্ট সময়ের মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট করাতে না পারলে ভাইকে বাঁচানো কঠিন হবে, তাই সবার কাছে খুব দ্রুত সাহায্যের আকুতি জানিয়েছেন শরীফ।

ফেসবুক লাইভে তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি ক্রিকেটার মোহাম্মদ শরীফ, আপনাদের কাছে একটি আকুল আবেদন নিয়ে এসেছি। আমার বড় ভাই অনেক দিন ধরেই লিভার সিরোসিসের যন্ত্রণায় ভুগছেন। তার চিকিৎসার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। খুব দ্রুতই ট্রান্সপ্লান্ট করাতে হবে। নাহলে আমরা তাকে জীবিত পাব না।’

এমন দুঃসময়ে কেউ যদি সাহায্য করেন, সেই আশা নিয়ে শরীফ বলেন, ‘কেউ কি আছেন এই মুহূর্তে আমাদের একটা লিভার দান করবেন? কেউ কি আমাদের পাশে এসে দাঁড়াবেন? দয়া করে কেউ যদি সাহায্য করেন, আমরা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। অনুগ্রহ করে আমার ভাইকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করুন।’

এর আগের দিন ফেসবুক পোস্টে ভাইয়ের জন্য ডোনার চেয়ে সহায়তার আবেদন জানিয়েছিলেন শরীফ। দুটি মোবাইল নম্বর (01301377602, 01796720816) দিয়ে যোগাযোগের জন্য অনুরোধ করেন জাতীয় দলের এই সাবেক পেসার।

এমএমআর/জেআইএম