ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

থারাঙ্গাকে ১ রানের দুঃখ দিল বাংলাদেশ, জয়ের লক্ষ্য ১৮১

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১০ মার্চ ২০২১

মাত্র ১টি রান, উপুল থারাঙ্গাকে কি একটা আক্ষেপেই না পোড়ালেন বাংলাদেশ লিজেন্ডসের খেলোয়াড়রা! শেষ বলটি বাউন্ডারির দিকে ঠেলেই থারাঙ্গা দিলেন ভো-দৌড়। যেখানে এক রান হয়, সেখানে দুই নিতেই হবে। কিন্তু স্ট্রাইকে যাওয়া ব্যাটসম্যান নুয়ান কুলাসেকারা একটু বের হয়েই বুঝলেন সম্ভব না।

ওদিকে বল চলে এসেছে উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলটের হাতে। পাইলট স্ট্যাম্প ভেঙে দিলেন চোখের নিমিষে। ততক্ষণে থারাঙ্গা স্ট্রাইকিং এন্ডে। বাধ্য হয়েই কুলাসেকারা দৌড় দিলেন ননস্ট্রাইকে, রানটা যদি হয়ে যায়! কিন্তু হলো না। সেখানে স্ট্যাম্প ভাঙলেন আলমগীর কবির।

তাতে আউট হলেন কুলাসেকারা। থারাঙ্গা স্ট্রাইকিং এন্ডে পৌঁছে গেলেও দ্বিতীয় রানটা সম্পন্ন হলো না। ৯৯ রানে অপরাজিত থাকার আক্ষেপ নিয়েই ফিরতে হলো লঙ্কান ব্যাটসম্যানকে।

মূলত ৪৭ বলে ১১ বাউন্ডারি আর ৫ ছক্কায় থারাঙ্গার ৯৯ রানের ইনিংসে ভর করেই ৬ উইকেটে ১৮০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা লিজেন্ডস। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে প্রথম জয় পেতে বাংলাদেশ লিজেন্ডসকে করতে হবে ১৮১ রান।

থারাঙ্গা ছাড়াও ২৩ বলে ৩৩ রান করে ওপেনার তিলকারত্নে দিলশান। ২৪ বলে ২৪ রানে আউট হন চামারা সিলভা। সনাথ জয়সুরিয়ার ব্যাটিং কারিশমাও দেখা যায়নি। ১১ বলে ৪ রান করে আহত অবসরে যান এক সময়ের মাঠ কাঁপানো এই ওপেনার।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন মোহাম্মদ শরীফ, রাজিন সালেহ আর মোহাম্মদ রফিক। এর মধ্যে সবচেয়ে ভালো বোলিং করেছেন রফিক। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করেন বাঁহাতি এই স্পিনার। রাজিন ৪ ওভারে ৪৮ আর শরীফ ৪ ওভারে দেন ৩০ রান।

এমএমআর/জেআইএম