ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুই হারের পর দাপুটে দুই জয়, দারুণভাবে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৫ মার্চ ২০২১

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুটিতেই নিউজিল্যান্ডের কাছে হার, এমন কোণঠাসা অবস্থায় দাঁড়িয়ে দারুণভাবে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৪ রানের জন্য হেরে যাওয়া অসিরা পরের দুই ম্যাচেই পেয়েছে সহজ জয়। সিরিজে ফিরিয়েছে ২-২ সমতা।

ওয়েলিংটনে আজ (শুক্রবার) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৫০ রানের বড় হার উপহার দিয়েছে অস্ট্রেলিয়া। ক্যাপ্টেনস নকে দলকে লড়াকু পুঁজি এনে দেয়া অ্যারন ফিঞ্চ হয়েছেন ম্যাচসেরা।

অথচ টস জিতে ব্যাট করতে নেমে মোটেই স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। তবে ৯৭ রানের মধ্যে ৫ উইকেট হারানো দলকে ইনিংসের শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন অধিনায়ক ফিঞ্চ।

ওপেনিংয়ে নামা ফিঞ্চ ৫৫ বলে ৫ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৭৯ রানের হার না মানা এক ইনিংস। বাকি ব্যাটসম্যানদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ফিঞ্চের একক লড়াইয়ে অস্ট্রেলিয়া ৬ উইকেটে পায় ১৫৬ রানের লড়াকু পুঁজি।

ইশ সোধি ৩২ রান খরচায় নেন ৩টি উইকেট। ট্রেন্ট বোল্ট ২টি এবং মিচেল স্যান্টনার পান এক উইকেট।

লক্ষ্য ১৫৭ রানের। জবাব দিতে নেমে আরও খারাপ অবস্থা হয় নিউজিল্যান্ডের। টি-টোয়েন্টিতে বলতে গেলে টেস্টের মতো ব্যাটিং করেছে স্বাগতিকরা। প্রথম দশ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৪২ রান।

ফলে রান তাড়ায় আর ছুটতে পারেনি কিউইরা। একের পর এক উইকেট হারাতে থাকে। ইনিংসের ৭ বল বাকি থাকতে কিউইরা অলআউট হয়েছে ১০৬ রানেই। শেষদিকে নেমে কাইল জেমিসন ১৮ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস না খেললে হারের ব্যবধানটা আরও বড়ই হতো!

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন কেন রিচার্ডসন। ১৯ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন তিন স্পিনার অ্যাডাম জাম্পা, অ্যাশটন অ্যাগার আর গ্লেন ম্যাক্সওয়েল।

এমএমআর/জেআইএম