ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টেস্ট ভাবনায় বাদ তাইজুল, ‘ব্যাকআপ খেলোয়াড়’ মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের জন্য ২০ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল। যেখানে বড় চমক নেই। ওয়ানডেতে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নতুন মুখ হলেও, সীমিত পরিসরের ক্রিকেটে গত বছরখানেক ধরেই জাতীয় দলের আশপাশে পরিচিত নাম নাসুম।

নাসুমকে জায়গা করে দিতে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। নাসুম ছাড়াও সবশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াডের বাইরে থেকে সুযোগ পেয়েছেন আরও তিনজন। তারা হলেন-মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম শেখ ও আলআমিন হোসেন। দলের এই পরিবর্তনগুলোর বিষয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট লিজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফির খেলা শেষে বড় স্কোয়াডের বিষয়ে নান্নু বলেন, ‘করোনার জন্য একটু বড় স্কোয়াড দিতে হয়। ওখানে কোয়ারেন্টাইন শেষ করে ক্যাম্প যখন শুরু হবে, তখন সব খেলোয়াড়ের ফিট থাকার ব্যাপার আছে। এজন্য স্কোয়াড বড় করেছি।’

জাতীয় দলের প্রধান নির্বাচক যোগ করেন, ‘কেউ যদি ইনজুরড হয় বা কারও কোনো সমস্যা হলে নতুন করে কাউকে ওই সময় নেওয়া কঠিন। ওরা যে সিস্টেম করেছে, তাতে কেউ আসতে বা যেতে পারবে না। এখন যারা একসাথে যাবে, তাদের একসাথেই আসতে হবে।’

এক বাঁহাতি স্পিনার তাইজুলের বদলে আরেক বাঁহাতি নাসুমকে নেয়ার কারণ জানিয়ে নান্নু বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটে এখন তাইজুলকে বেশি খেলানোর চিন্তাভাবনা করছি। নাসুমকে তো টি-টোয়েন্টি ফরম্যাটের ভাবনায় রেখেছি। ঘরোয়াতেও ওর পারফরম্যান্স যথেষ্ট ভালো। আশা করছি আন্তর্জাতিক অঙ্গনে নাসুম নিজেকে মেলে ধরতে পারবে।’

প্রসঙ্গে আসে মোসাদ্দেক ও নাঈমের অন্তর্ভুক্তির বিষয়েও। নান্নুর ভাষ্য, ‘মোসাদ্দেককে নেওয়া হয়েছে ব্যাকআপ খেলোয়াড় হিসেবে। যেহেতু ব্যাটিং বোলিং পারে, অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে, খেলাবে। আমরা পুল বড় করতে চাই। তিন ফরম্যাটেই অনেক খেলা আছে। যেহেতু ঘরোয়া ক্রিকেট পুরোপুরি শুরু করতে পারিনি। আশা করছি নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলব।’

এসএএস/এমএমআর/জিকেএস