ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইনিংস ব্যবধানেই ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০

প্রথম ইনিংসেই নির্ধারিত হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য। দ্বিতীয় ইনিংসে দেখার বাকি ছিল শুধু ব্যবধানটা কত কমে। কিন্তু ইনিংস পরাজয় এড়াতে পারলো জেসন হোল্ডার অ্যান্ড কোং। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ইনিংস এবং ১৩৪ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা।

মূলতঃ একা এক কেন উইলিয়ামসনই হারিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজকে। হ্যামিল্টনের সেডন পার্কে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ডাবল সেঞ্চুরি করেন উইলিয়ামসন। তার ব্যাট থেকে বেরিয়ে আসে ২৫১ রানের অনবদ্য একটি ইনিংস। একই সঙ্গে টম ল্যাথাম করেন ৮৬ রান।

তাদের দু’জনের ব্যাটে ভর করে ৭ উইকেটে ৫১৯ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিক নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। টিম সাউদি, কাইল জেমিসন এবং নেইল ওয়াগনারের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে ক্যারিবীয়রা।

সাউদি নেন ৪ উইকেট। কাইল জেমিসন এবং নেইল ওয়াগনার নেন ২টি করে উইকেট। ট্রেন্ট বোল্ট নেন ১ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন জন ক্যাম্পবেল। জেসন হোল্ডার অপরাজিত থাকেন ২৫ রান করে।

ফলোঅনে পড়ে, ৩৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। এবার এসে জার্মেইন ব্ল্যাকউড সেঞ্চুরি করে বসেন। খেলেন ১০৪ রানের অসাধারণ এক ইনিংস। এছাড়া অ্যালজারি জোসেপ খেলেন ৮৬ রানের ইনিংস। তবুও ইনিংস পরাজয় এড়ানো গেলো না। ২৪৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

মূলতঃ ব্ল্যাকউড এবং জোসেপ ছাড়া আর কেউ দাঁড়াতেও পারেনি কিউই বোলিংয়ের সামনে। বাকিদের মধ্যে সর্বোচ্চ ১২ রান করেছেন ডোয়াইন ব্র্যাভো। অন্যরা ছিলেন শুধু আসা-যাওয়ার মিছিলে। এই দু’জন রান না করলে ১০০’র মধ্যেই অলআউট হয়ে যেতো হয়তো ওয়েস্ট ইন্ডিজ। তবুও, শেষ পর্যন্ত হার ইনিংস এবং ১৩৪ রানে।

এবার কিউই বোলারদের মধ্যে নেইল ওয়েগনার নেন ৪ উইকেট। ২টি নেন কাইল জেমিসন। টিম সাউদি নিয়েছেন ১টি। ট্রেন্ট বোল্ট এবং ড্যারিল মিচেলও নিয়েছেন ১টি করে উইকেট।

আইএইচএস/এমএস