ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেপালি ক্রিকেট তারকা সন্দিপ লামিচানেও করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৮ নভেম্বর ২০২০

তিনি নেপালি ক্রিকেটার, কিন্তু টি-টোয়েন্টিতে অনেক বড় তারকা। আইপিএল-বিগ ব্যাশসহ বিশ্বে প্রায় সবগুলো ফ্রাঞ্চাইজি লিগেই এখন প্রায় নিয়মিতই খেলেন। সন্দিপ লামিচানে। নেপালি এই লেগ স্পিনার কোভিড-১৯ পজিটিভ। তিনি নিজেই জানিয়েছেন এ তথ্য।

বিগ ব্যাশ শুরু হওয়ার আর মাত্র দুই সপ্তাহ বাকি। তার আগেই কোভিড-১৯ পজিটিভ রেজাল্ট আসলো সন্দিপ লামিচানের। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনের হয়ে খেলার কথা ছিল লামিচানের।

২০ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএলে খেলতেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। যদিও সর্বশেষ আসরে তিনি দিল্লির হয়ে খেলেননি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি জানিয়েছেন।

এক টুইট বার্তার মাধ্যমে লামিচানে বলেন, ‘সবাইকে এটা জানানো আমার খুব প্রয়োজন মনে করছি যে, আমি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছি। গত কয়েকদিন ধরে আমার শরীরে ব্যাথা করছিল। তবে এখন শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। যদি সব কিছু ঠিকঠাকভাবে এগোয়, তাহলে খুব দ্রুতই মাঠে ফিরতে পারবো। সবার কাছে দোয়াপ্রার্থী।’

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে আগেরবার দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন লামিচানে। মেলবোর্ন স্টার্সের হয়ে অসি স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে দারুণ একটি জুটি গড়েছিলেন তিনি। তবে মেলবোর্নের হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর পরও লামিচানে সিদ্ধান্ত নেন হোবার্ট হ্যারিকেনের সঙ্গে চুক্তি করার।

নেপাল জাতীয় দলের হয়ে খেলা লামিচানে আইপিএল ছাড়াও পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং কানাডায়ও টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন।

আইএইচএস/এমএস