ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শেষের ঝড়ে লড়াকু পুঁজি চেন্নাইয়ের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৩ অক্টোবর ২০২০

আরও একবার ধীরগতির ব্যাটিংয়ের অপবাদ গায়ে মাখবে চেন্নাই সুপার কিংস? ১৬ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১৯ রান। শেষ ২৪ বলের ওপরই নির্ভর করছিল আসলে পুঁজিটা লড়াকু হবে কি না।

সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা যেভাবে নিয়ন্ত্রণে রেখেছিলেন, তাতে শেষ ৪ ওভারে হাত খুলতে না পারলে আরও একবার বিপদে পড়তো চেন্নাই। তবে মহেন্দ্র সিং ধোনি আর রবীন্দ্র জাদেজা শেষের এই লড়াইয়ে এবার উৎড়ে গেছেন বলা যায়।

দুবাইয়ে তাদের ব্যাটে চড়ে শেষদিকে মোটামুটি ভালো একটা সংগ্রহই পেয়ে গেছে চেন্নাই। ৬ উইকেটে তুলেছে ১৬৭ রান। অর্থাৎ জিততে হলে সানরাইজার্স হায়দরাবাদকে করতে হবে ১৬৮ রান।

টস জিতে ব্যাট করতে নেমে চেন্নাই শুরুতে সন্দ্বীপ শর্মার বলে ফাফ ডু প্লেসিসকে (০) হারালেও স্যাম কুরান চালিয়ে খেলছিলেন। ২১ বলে ৩১ রান করে তিনিও সন্দ্বীপেরই শিকার হন। তাতে ৩৫ রানে ২ উইকেট হারায় ধোনির দল।

সেখান থেকে শেন ওয়াটসন আর আম্বাতি রাইডু টেনে তুলেন দলকে। রাইডু ৩৪ বলে ৪১ করে যখন ফিরেছেন, চেন্নাইয়ের সংগ্রহ তখন ১৫.২ ওভারে ৩ উইকেটে ১১৬ রান। পরের ওভারে ওয়াটসনও (৩৮ বলে ৪২) সাজঘরের পথ ধরেন।

তবে শেষদিকে নেমে ছোট্ট ঝড়ে কাজের কাজ করে দিয়েছেন ধোনি-জাদেজা। ১৩ বলে ২১ রান করে আউট হন ধোনি। আর ১০ বলে ২৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন জাদেজা।

এমএমআর/এমএস