নারীদের প্রতি সম্মানই পারে নিপীড়ন-নির্যাতন বন্ধ করতে
ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে উত্তাল সারাদেশ। চলছে নানান সমাবেশ ও আন্দোলন। তবু থেমে নেই ধর্ষণ কিংবা নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো। দেশের আনাচে-কানাচে থেকে প্রতিদিনই খবর মিলছে ধর্ষণ, যৌন হয়রানি কিংবা নারী নির্যাতনের।
নিজেদের দায়িত্ববোধ থেকে এরই মধ্যে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। নিজ নিজ ফেসবুক প্রোফাইলে ভিন্ন ভিন্ন বার্তায় মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীমরা।
এবার খেলোয়াড়দের মধ্য থেকে কয়েকজন একসঙ্গে মিলে দাঁড়ালেন এসব গর্হিত কাজের বিরুদ্ধে। শুক্রবার মুশফিকের পেজ থেকে আপলোড করা হয়েছে একটি ছোট্ট ভিডিও ক্লিপ। যেখানে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন পাঁচ ক্রিকেটার মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, তামিম ইকবাল ও সৌম্য সরকার।
তাদের সবার ভাষ্য প্রায় একই। সব কথার মূল কথা হিসেবে তারা বুঝিয়েছেন, ‘নারীদের প্রতি সম্মানই পারে নিপীড়ন-নির্যাতন বন্ধ করতে।’ মুশফিকের পেজে আপলোডকৃত ভিডিওর ক্যাপশনেও লেখা হয়েছে এ লাইনটি।
সংক্ষিপ্ত এ ভিডিওবার্তায় মুশফিকের ভাষ্য, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’
সবাইকে একতাবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মাহমুদউল্লাহ বলেছেন, ‘এখন সময় এসেছে। আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দেই।’
টেস্ট অধিনায়ক মুমিনুল অল্প কথায় বলেন, ‘চলুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীদেরকে সম্মান করতে শিখি।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ভাষ্য, ‘নিজের পরিবারের নারী সদস্যের কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।’ এছাড়া বাঁহাতি ড্যাশিং ব্যাটসম্যান সৌম্য বলেছেন, ‘নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’
এসএএস/এমএস