ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘আমি তো ডাক্তার কিংবা বিজ্ঞানী নই, কি করে বলব?’

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০২ অক্টোবর ২০২০

শ্রীলঙ্কা সফর হবে ধরে নিয়েই বাংলাদেশে এসেছিলেন তারা। কিন্তু হলো না। আপাতত স্থগিত করা হয়েছে সফর। জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা কি আর করবেন, দলের সঙ্গেই তারা এখন সময় কাটাচ্ছেন।

বাংলাদেশে করোনা পরিস্থিতি এখন মোটামুটি স্থিতিশীল। তবে আক্রান্ত-মৃত্যু থেমে নেই। এই অবস্থায় বিদেশি কোচিং স্টাফরা চাইলেও খেয়াল খুশিমত ছোটাছুটি করতে পারছেন না। তাদের একটি জেলখানার মতো অবস্থায় সময় কাটাতে হচ্ছে।

প্রায় এক মাসের মতো বদ্ধ অবস্থায় থাকাটা কঠিন ব্যাপার, মানছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, ‘কোচরা প্রায় ২৮ দিন যাবত একটা বাবলের মধ্যে আছেন। আমরা কোনো জায়গায় যেতে পারিনি এর মধ্যে। আমরা শুধু ক্রিকেট অনুশীলন আর ফেরার মধ্যে (হোটেলে) আছি। আমরা আমাদের পরিবারকেও দেখিনি। আমরা জানি এটা কতটা কঠিন।’

বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে কী ভাবছেন? সাংবাদিকদের কাছ থেকে এমন প্রশ্ন পেয়ে খুব সুকৌশলে এড়িয়ে গেলেন জাতীয় দলের এই দক্ষিণ আফ্রিকান কোচ। বললেন, ‘আমি তো ডাক্তার নই, বিজ্ঞানীও নই। এই প্রশ্নের উত্তর আমি কি করে দেব? যারা এ সম্পর্কে জানে তাদের কাছেই ছেড়ে দিলাম। যদি আপনারা আমাকে অ্যাওয়ে-সুইঙ্গার, ইন সুইঙ্গার কিংবা ফরোয়ার্ড ডিফেন্স নিয়ে প্রশ্ন করেন, সম্ভবত সেটার উত্তর আমি দিতে পারব।’

ডোমিঙ্গো যোগ করেন, ‘আমি দেশের করোনা পরিস্থিতি নিয়ে বলার মতো বিশেষজ্ঞ নই। আমি শুধু জানি যখন আমরা খেলব, নিরাপদ পরিবেশে থাকতে হবে। খেলোয়াড়দের মঙ্গল নিয়ে ভাবাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত ঘরোয়া ক্রিকেট শুরুর আগে সব কিছু ঠিক করে তবেই সিদ্ধান্ত নেবে বিসিবি।’

এমএমআর/পিআর