ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএলে অবাধে ড্রাগ সেবন করেন ক্রিকেটারদের স্ত্রীরা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে মাঠের খেলা যেমন হয় জমজমাট, তেমনি মাঠের বাইরে থাকে অর্থের ঝনঝনানি ও গ্ল্যামারের ছড়াছড়ি। তবে সবকিছুই যে হয়ে থাকে পুরোপুরি বৈধভাবে- এমনটা ভাবার কোনো কারণই নেই। প্রায় প্রতি মৌসুমেই আইপিএলের ব্যাপারে পাওয়া যায় নেতিবাচক সব অভিযোগ।

ব্যতিক্রম ঘটল না এবারও। টুর্নামেন্টের ব্যাপ্তিকাল এক সপ্তাহ পেরুনোর আগেই বিষ্ফোরক এক অভিযোগ করেছেন ভারতের মডেল ও অভিনেত্রী শার্লিন চোপড়া। জানিয়েছেন, আইপিএলের ম্যাচ পরবর্তী পার্টিগুলোতে অবাধে ড্রাগ সেবন করে থাকেন তারকা ক্রিকেটার ও তাদের স্ত্রীরা। বিষয়টা তখন এতোটাই স্বাভাবিক হয়ে যায় যে, কেউ দেখল কি না সে ব্যাপারেও ভ্রুক্ষেপ করেন না তারকা ক্রিকেটাররা।

পুরো ভারত যখন উত্তাল বলিউডের মাদক কেলেঙ্কারি নিয়ে, তখনই শার্লিন করলেন এমন অভিযোগ। নির্দিষ্ট করে কোনো ফ্র্যাঞ্চাইজি অথবা ক্রিকেটারের নাম বলেননি তিনি। তবে জানিয়েছেন, কলকাতায় আইপিএলের একটি ম্যাচ দেখতে গিয়ে আমন্ত্রণ পেয়েছিলেন ম্যাচ পরবর্তী পার্টিতে। যেখানে অবাধে চলছি মাদক সেবন।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেয়া সাক্ষাৎকারে শার্লিন বলেছেন, ‘কলকাতায় একবার একটি আইপিএল ম্যাচ দেখতে গিয়েছিলাম আমি। সেদিন ম্যাচের পরে আয়োজিত একটি পার্টিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই পার্টিতে বিখ্যাত ক্রিকেটার ও তাঁদের স্ত্রীরা উপস্থিত ছিলেন।’

তিনি বলতে থাকেন, ‘আমি পার্টি বেশ উপভোগ করছিলাম। একসময় নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়ি। তাই ফ্রেশ হতে ওয়াশরুমে যাই। সেখানে গিয়ে যা দেখলাম, আমার জন্য অনেক বড় ধাক্কা ছিল। লেডিস ওয়াশরুম এরিয়ায় ক্রিকেটারদের স্ত্রীরা কোকেন সেবন করছিল। আমাকে দেখে ওরা হাসে। আমিও পাল্টা হাসিতে সৌজন্য দেখাই।’

শার্লিনের শেষ কথা, ‘আমি ভাবলাম হয়তো ভুল জায়গায় চলে এসেছি। এরপরে বেরিয়ে আসি। সেই সময় পার্টি পূর্ণ উদম্যে চলছিল। এভাবেই একের পর আইপিএল পার্টিতে ড্রাগ সেবন চলে। সেদিন যদি আমি পুরুষদের ওয়াশরুমে যেতাম, নিশ্চিতভাবে একই চিত্র দেখতে পেতাম।’

পুরো সাক্ষাৎকারে কোনো ক্রিকেটারের নাম বলেননি শার্লিন, কিংবা জানাননি কোন দলের পার্টিতে এমনটা দেখেছেন তিনি। তবে বেশ জোর দিয়েই জানিয়েছেন, যদি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (এনসিবি) থেকে তাকে তলব করা হয়, তাহলে এ বিষয়ে বিস্তারিত বলবেন তিনি। এরই মধ্যে এনসিবির তদন্তের জন্য ডাক পড়েছে দীপিকা পাডুকোনে, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীত সিংদের মত তারকাদের।

এসএএস/জেআইএম