ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০

আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ। সুতরাং পরে ব্যাট করলেই জয়ের সম্ভাবনা বেশি। সে কারণে প্রতিপক্ষ দুই দলের অধিনায়কই চান, টস জিতে ব্যাটিং করার পরিবর্তে ফিল্ডিং বেছে নেয়ার।

কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলের পঞ্চম দিনে এসে প্রথম মাঠে নামছে। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। দুই অধিনায়ক টস করতে নামার পর সেখানে জিতলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দিনেশ কার্তিক এবং স্বাভাবিকভাবেই টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে।

আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ওই ম্যাচেও টস হেরেছিলেন রোহিত শর্মা এবং টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পান। শেষ পর্যন্ত তাদের হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে। আজও একই অবস্থার পুনরাবৃত্তি এবং টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পেলেন তারা।

প্রথম ম্যাচে হারলেও একাদশে কোনো পরিবর্তন আনেনি মুম্বাই ইন্ডিয়ান্স। এর অর্থ, নাথান কাউল্টার নেইল এখনও ইনজুরি থেকে সেরে ওঠেননি। কলকাতা নাইট রাইডার্স বিদেশি কোটায় দলে নিয়েছে ইংল্যান্ডের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক ইয়ন মরগ্যান, দুই ক্যারিবীয় সুনিল নারিন ও আন্দ্রে রাসেল এবং এবারের আইপিএলে সবচেয়ে বেশি দাম পাওয়া অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।

কলকাতা নাইট রাইডার্স একাদশ
শুবাম গিল, সুনিল নারিন, নিতিশ রানা, ইয়ন মর্গ্যান, দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, নিখিল নায়েক, প্যাট কামিন্স, কুলদিপ যাদব, সন্দীপ ওয়ারিয়র, শিবাম মাভি।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরা।

আইএইচএস/পিআর