ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জাতীয় দলের দ্বিতীয় দফার করোনা টেস্ট তিন দিনে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০

আগেই জানা, শ্রীলঙ্কা সফর হোক বা না হোক ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) ক্রিকেটারদের করোনা টেস্ট হবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জাগো নিউজের সঙ্গে আলাপে ৪৮ ঘন্টা আগেও সে কথা জানিয়েছেন। দেবাশীষ চৌধুরী বলে রেখেছিলেন, শুক্রবার ক্রিকেটারদের কোভিড-১৯ টেস্ট করানো হবে।

তবে কাদের করানো হবে?- সেদিন তা নিশ্চিত করে বলতে পারেননি বিসিবির প্রধান চিকিৎসক। বলতে পারেননি কারণ, এখনও শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা হয়নি। তাই কাদের করোনা টেস্ট করানো হবে, তা জানা নেই মেডিক্যাল কমিটির। এদিকে বৃহস্পতিবার জাগো নিউজের সঙ্গে আলাপে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, যে ২৭ ক্রিকেটারেরর ‘জিও’ (গর্ভনমেন্ট অর্ডার ) হয়েছে, তাদের সবারই করোনা টেস্ট করানো হবে।

যেই কথা সেই কাজ। আজ (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই শুরু হয়েছে ক্রিকেটারদের করোনার নমুনা সংগ্রহের কাজ। যথারীতি বারডেমের এক্সপার্টরা ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়ে স্যাম্পল সংগ্রহ করার কাজে নেমে পড়েছেন।

করোনা টেস্ট কি শুধু আজ শুক্রবারই হবে? নাকি কাল শনিবারও চলবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে নতুন তথ্য। দেবাশীষ চৌধুরী জানালেন, ক্রিকেটারদের করোনা টেস্ট আজই শুধু নয়, কাল শনিবারও চলবে। সেটা কিভাবে? এর ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবি প্রধান চিকিৎসক জানান, এখন যারা রাজধানী ঢাকায় অবস্থান করছেন, সেই ১৮ জনের করোনা টেস্ট হবে আজ।

এবারের টেস্ট হবে শুধু ক্রিকেটারদের। কোন কোচিং স্টাফের না। সেটা কেন? কী কারণে? ব্যাখ্যা দিতে গিয়ে দেবাশীষ চৌধুরী জানান, আজ ১৮ জনের কোভিড-১৯ এ নমুনা নিতে ক্রিকেটারদের বাড়ি বাড়ি যাবেন বারডেমের এক্সপার্টরা। বাকি ৯ জন আছেন রাজধানীর বাইরে। তাদের নমুনা সংগ্রহ হবে শনিবার।

তাহলে কোচিং স্টাফ বিশেষ করে এখন রাজধানীতে অবস্থানরত ৪ বিদেশি কোচ রাসেল ডোমিঙ্গো, ওটিস গিবসন, রায়ান কুক ও নিক নেইলের কী হবে? তাদের কি এখন আর টেস্ট হবে না? দেবাশীষ চৌধুরীর জবাব, তারা দেশে আসার পর এরই মধ্যে তিনবার টেস্ট করানো হয়েছে। তাদের ২১ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করা হবে।

এআরবি/এসএএস/এমএস