ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টি-টোয়েন্টির উপযুক্ত ছিলেন না সৌরভ, বিস্ফোরক মন্তব্য সাবেক কোচের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ৩০ আগস্ট ২০২০

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। টেস্ট এবং ওয়ানডেতে তার নেতৃত্বে দল ঈর্ষণীয় অনেক সাফল্য পেয়েছে। আগ্রাসী ঘরানার ক্রিকেট বেং তরুণদের চিনতে পারার দারুণ গুণের কারণে সৌরভকে আলাদা করেই মনে রাখবেন সমর্থকরা।

তবে বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি টি-টোয়েন্টি ফরমেটে তেমন একটা সফল ছিলেন না। সাফল্যের হিসেব তো পরে, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাবেক কোচ জন বুকানন মনে করেন, ছোট ফরমেটে উপযুক্তই ছিলেন না সৌরভ।

অস্ট্রেলিয়ার সাবেক এই কোচ আইপিএল শুরুর সময়ে দুই মৌসুম ছিলেন কেকেআরের দায়িত্বে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত দলটির তারকা খেলোয়াড় ছিলেন সৌরভ, দিয়েছেন নেতৃত্বও। তবে বুকাননের সঙ্গে তার সম্পর্কটা ভালো ছিল না। অনেকবারই অনেক রকম সংঘাতের কাহিনী শোনা গেছে।

সৌরভের নেতৃত্বে ২০০৮ সালে প্রথম আইপিএলে কেকেআর শেষ করেছিল আট নম্বরে। পরের মৌসুমে কোচ জন বুকানন নিয়ে আসেন ‘মাল্টিপল ক্যাপ্টেন্সি’ তত্ত্ব। ব্রেন্ডন ম্যাকালামের নেতৃত্বে সেই বছরে খেলেছিল কলকাতা। কিন্তু নেতৃত্ব ভাগাভাগি করেও সাফল্য আসেনি। দক্ষিণ আফ্রিকায় হওয়া আইপিএলে সবার শেষে ছিল কেকেআর। পরের আইপিএলের আগে ছেঁটে ফেলা হয় বুকাননকে।

সৌরভের সঙ্গে কেন এমন আচরণ করেছিলেন, কি কারণে বহু অধিনায়ক তত্ত্বে বিশ্বাস ছিল, এসব নিয়েই স্পোর্টসস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন জন বুকানন।

সাক্ষাৎকারের এক পর্যায়ে সৌরভকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন অস্ট্রেলিয়ান এই কোচ। তিনি বলেন, ‘আমার সেই সময়ের ভাবনা ছিল যে অধিনায়ককে এই ফরম্যাটে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আর অধিনায়কের খেলাকে এই ফরম্যাটের উপযোগী হতে হবে। তার জন্যই সৌরভের সঙ্গে আলোচনা করেছিলাম। আমার মনে হয়নি এই ফরম্যাটের জন্য সৌরভ উপযুক্ত। আর নিশ্চিতভাবেই এই ফরম্যাটে অধিনায়ক হওয়ার মতো সঠিক ব্যক্তি সে ছিল না।’

নেতৃত্ব ভাগাভাগির তত্ত্ব প্রসঙ্গে বুকাননের ব্যাখ্যা, ‘আমার মনে হয় একজন মানুষের পক্ষে সমস্ত কিছু একসঙ্গে মনে রাখা মুশকিল। খুব দ্রুততার সঙ্গে সমস্ত সিদ্ধান্ত নিতে হয়। আর তাই সবাইকে নেতা করে তোলার দিকেই এগোচ্ছে ক্রিকেট।’

এমএমআর/এমএস