ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

করোনাভাইরাসে আক্রান্ত অনূর্ধ্ব-১৯ দলের ইফতি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৯ আগস্ট ২০২০

প্রথম বহরে ১৫ ক্রিকেটার ও ১২ সাপোর্টি স্টাফসহ মোট ২৭ জনের সবাই টেস্টের পর করোনা নেগেটিভ হয়ে বিকেএসপি চলে গেছেন দু'দিন আগেই।

তবে যুব দলের আবাসিক কাম্পের জন্য যুব দলের (অনূর্ধ্ব-১৯) দ্বিতীয় বহরের যে করোনা টেস্ট করানো হয়েছে, তাতে একজনের ফল এসে পজিটিভ। ক্রিকেটারের নাম ইফতেখার হোসেন ইফতি।

আজ বুধবার দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'যুবাদের দ্বিতীয় বহরে ১৫ জনের টেস্ট করানো হয়েছিল। তাতে একজন মাত্র পজিটিভ হয়েছে। তার নাম ইফতি। বাকি যে ১৪ জন নেগেটিভ হয়েছে তারা সবাই এরই মধ্যে বিকেএসপি চলে গেছে।'

আগামীকাল (বৃহস্পতিবার) শেষ বহরে যুব দলের আরও ১৫ ক্রিকেটারের করোনা টেস্ট করানো হবে।

এসএএস/জেআইএম