ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএল অনুষ্ঠিত হলেও ফাইনাল নিয়ে শঙ্কায় বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২৭ পিএম, ৩০ জুলাই ২০২০

করোনাভাইরাসের কারণে সময়মত অনুষ্ঠিত হতে পারেনি ভারতের ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। ২৯ মে শুরু হওয়ার কথা ছিল। করোনার কারণে প্রথমে পিছিয়ে দেয়া হয় ১৫ এপ্রিল পর্যন্ত। শেষে স্থগিত করা হয় অনির্দিষ্টকালের জন্য।

তবে এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় আরব আমিরাতের মাটিতে আইপিএল আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

সে হিসেবে ১৯ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা আইপিএলের ১৩তম আসর। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৮ নভেম্বর। কিন্তু হিন্দুদের দিওয়ালি উৎসবের কারণে ফাইনালের তারিখ নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়।

কারণ, দিওয়ালি উৎসবের কারণে সম্প্রচার কর্তৃপক্ষ স্টার ইন্ডিয়া কিছুটা বেঁকে বসেছে। তারা চাচ্ছে সপ্তাহখানে পিছিয়ে উৎসবের সময়ই ফাইনাল আয়োজন হোক। তাতে তাদের টিআরপি বাড়বে এবং বিজ্ঞাপনের মূল্যও তাতে বেড়ে যাবে।

এই যখন অবস্থা, তখন আইপিএলের ফাইনালের তারিখ স্থগিত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। এমনই রিপোর্ট করেছে ভারতের প্রভাবশালী টাইমস অব ইন্ডিয়া। তারা লিখেছে, ২ আগস্ট আইপিএল গভর্নিং কাউন্সিলের যে বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে ফাইনালের তারিখ নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়টিও উত্থাপন হবে। যাতে করে প্রতিটি স্টেকহোল্ডারই এ বিষয়ে মতামত দিতে পারে।

তবে খুব বেশি বিলম্ব করা যাবে না আইপিএল ফাইনাল আয়োজনে। কারণ, আইপিএল ফাইনালের পরপরই ভারতীয় ক্রিকেট দল দেশে ফিরে না এসে সরাসরি আরব আমিরাত থেকেই উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। সুতরাং, ভাবনা চলছে খুব বেশি নয়, মাত্র দু’দিন বিলম্ব করে ১০ নভেম্বর আয়োজন করা যায় কি না সেটা নিয়ে ভাবছে আইপিএল কর্তৃপক্ষ।

আইএইচএস/পিআর