মাশরাফির জন্য দোয়া চাইলেন সতীর্থরা
‘বিনা মেঘে বজ্রপাত’-এর মতো এলো খবরটা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের ক্রিকেটের সাফল্যের কাণ্ডারি মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত। গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর ‘নড়াইল এক্সপ্রেস’ আজ (শনিবার) নিজেই এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি।
মাশরাফির এমন অসুস্থতার খবর শুনে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে ভক্তদের। তিনি এক সময় ছিলেন কেবল ক্রিকেট মাঠের অধিনায়ক, এখন তিনি গণমানুষেরও নেতা। নড়াইল-২ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই বিপদে আপদে সব জায়গায় মাশরাফির বিচরণ। এমন একজন মানুষের অসুস্থতার খবরে সবারই মন ভীষণ খারাপ।
মন খারাপ তার জাতীয় দলের সতীর্থদেরও। এখনকার দলে মাশরাফি বয়সে সবার বড়। প্রিয় ‘বড় ভাই’য়ের অসুস্থতার খবর শুনে কষ্ট হচ্ছে মুশফিক-মাহমুদউল্লাহ-লিটনদের। মাশরাফির জন্য তারা দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।
মুশফিকুর রহীম ফেসবুকে মাশরাফিকে নিয়ে লিখেছেন, ‘আপনি সবসময়ই চ্যাম্পিয়ন থাকবেন। ইনশা আল্লাহ আপনি অশুভ সব কিছুকে জয় করতে পারবেন। লক্ষ কোটি মানুষ আপনার জন্য দোয়া করছে ভাই...এ দেশের আপনাকে দরকার।’
দলের আরেক সিনিয়র সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘শক্ত থাকুন। আপনার জন্য দোয়া করি ভাই। সবাই দয়া করে তার জন্য দোয়া করুন। সর্বশক্তিমান আল্লাহ যেন আপনাকে দ্রুত সুস্থ করে দেন। আমিন।’
অভিজ্ঞ পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘দোয়া করি, আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে তুলুন ম্যাশ ভাই।’ টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার লিখেছেন, ‘শক্ত হও চ্যাম্প।’
হার্ডহিটিং ওপেনার লিটন দাস লিখেছেন, ‘দ্রুত সুস্থতার প্রার্থনা করছি।’ অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে তুলুন।’
মাশরাফির ছায়ায় বেড়ে উঠা তরুণ পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘ইনশা আল্লাহ সবকিছুই ঠিক হয়ে যাবে ভাই। মহান আল্লাহ হেফাজত করুক। সবাই মন থেকে দোয়া করবেন প্লিজ।’
জাতীয় দলের হার্ডহিটিং ব্যাটসম্যান সাব্বির রহমান লিখেছেন, ‘মাশরাফি ভাই করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন। দয়া করে সবাই প্রিয় ম্যাশের জন্য দোয়া করুন।’ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত লিখেছেন, ‘মাশরাফি ভাই করোনাভাইরাসে আক্রান্ত। ইনশা আল্লাহ আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন।’
এমএমআর/জেআইএম