লালা নিষিদ্ধে সমস্যা নেই জাহানারার, দিলেন নতুন পরামর্শ
করোনাকালীন ক্রিকেটের জন্য নতুন পাঁচটি নিয়মের কথা জানিয়েছে আইসিসি। আগামী মাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ দিয়েই শুরু হবে এসব নিয়মের ব্যবহার। যার মধ্যে অন্যতম বল উজ্জ্বল করতে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা।
ক্রিকেটারদের দীর্ঘদিনের অভ্যাস লালার মাধ্যমে বলের উজ্জ্বলতা ধরে রাখা। কিন্তু লালার মাধ্যমে করোনা ছড়ায় ফলে নিয়ম করেই এটির ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। এতে অবশ্য কোন সমস্যা নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলমের।
কেননা নিজের খেলোয়াড়ি জীবনে বলের মধ্যে খুব বেশিবার লালা ব্যবহার করেননি তিনি। এমনকি সুইং আদায় করে নিতেও লালার প্রয়োজন পড়ে না জাহানারার। তবে লালা ব্যবহারে নিষেধাজ্ঞায় সমস্যা না থাকলেও, জাহানারা পরামর্শ রেখেছেন নারী ক্রিকেটে ছোট মাঠ ব্যবহারের।
সম্প্রতি এক অনলাইন সেমিনারে ভারতীয় দলের তারকা ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ এবং নিউজিল্যান্ড দলের অধিনায়ক সোফি ডিভাইন নারী ক্রিকেটের জন্য কিছু পরিবর্তনের কথা বলেছেন। যেখানে ছিল হালকা বল এবং পিচের দৈর্ঘ্য কমানোর পরামর্শ।
অনেকটা তাদের মতো করেই জাহানারা জানিয়েছেন, করোনাকালীন সময়ে পিচ নয়, বরং মাঠের দৈর্ঘ্যই কমিয়ে আনা উচিৎ। এতে করে নারী ক্রিকেটে আরও বেশি চার-ছক্কা হবে এবং দর্শকরাও বেশি বেশি উপভোগ করতে পারবেন।
রোববার ইংরেজি দৈনিক ডেইলি সানকে দেয়া সাক্ষাৎকারে জাহানারা বলেন, ‘আমি মনে করি, নারী ক্রিকেটকে আরও উপভোগ্য করতে যদি বল ছোট করা হয়, পিচের দৈর্ঘ্য কমানো হয়, তাহলে এতে ব্যাটসম্যানদের সরাসরি সুবিধা হবে।’
‘আইসিসি এরই মধ্যে বোলারদের জন্য নতুন কিছু নিয়ম করেছে। যেগুলোর খসড়া সম্পাদনও হয়ে গেছে। একইসময় শোনা যাচ্ছে যে, পেস বোলাররা ফলো থ্রুতে আর উইকেট সোজা থাকতে পারবেন না। বিশেষজ্ঞরা বলেছেন, এটা নিয়ন্ত্রণ করা বোলারদের জন্য খুবই কঠিন হবে। বোলারদের কাজটা আরও চ্যালেঞ্জিং হতে চলেছে।’
বলের ওজন কিংবা পিচের দৈর্ঘ্য ঠিকই আছে জানিয়ে জাহানারা বলেন, ‘তাই আমি মনে করি, বলের ওজন কিংবা পিচের দৈর্ঘ্য ঠিকই আছে। তবে যদি বাউন্ডারির দৈর্ঘ্য কমিয়ে আনা হয়; যেমন আমরা এখন ৬৫ মিটার বাউন্ডারিতে খেলি। এটা যদি ৫৫ মিটার করা হয় তাহলে আরও উপভোগ্য হবে। বেশি বেশি চার-ছক্কা হবে। যা দর্শকদের জন্য আরও বেশি উপভোগ্য হবে।’
এসময় লালার ওপর দেয়া নিষেধাজ্ঞার ব্যাপারে জাহানারা বলেন, ‘লালার বিষয়ে আমি বলবো যে, আমি কখনওই লালা ব্যবহার করি না। আমি দিনে ১০-১২ ওভার বোলিং করি। পুরো ক্যারিয়ারে হয়তো ২-৩ বার লালা ব্যবহার করেছি। আমি সবসময় ঘাম ব্যবহার করি। লালা ব্যবহার করে হয়তো বলের উজ্জ্বলতা ধরে রাখা সহজ। তবে আমি মনে করি হালকা পানি দিয়ে ভিজিয়ে ট্রাউজারে ঘষলেও একই কাজ সম্ভব।’
তিনি আরও বলেন, ‘লালা ব্যবহারে নিষেধজ্ঞা আমার জন্য কোন সমস্যা নয়। কারণ আমি অন্যভাবে এর অভ্যাস করেছি। আমার বাড়তি সুবিধা হলো, আমি নতুন বলে ন্যাচারাল সুইং পাই এবং বল পুরোনো হয়ে গেলে রিভার্স সুইংও করে। তাই এটি আমার জন্য কোন সমস্যা নয়।’
এসএএস/পিআর