‘খেলতে রাজি’ ঘোষণার একদিন পরই সিরিজ স্থগিত করলো ভারত
শ্রীলঙ্কায় গিয়ে আগামী আগস্টেই সিরিজ খেলতে রাজি- একদিন আগেই ফলাও করে প্রকাশ করেছিল ভারতীয় মিডিয়া। কিন্তু একদিন পার হতে না হতেই সেই সিরিজ স্থগিত ঘোষণা করলো ভারত। বিসিসিআইয়ের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আজ মিডিয়াকে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
লঙ্কান একটি পত্রিকার বরাত দিয়ে বুধবার ভারতীয় মিডিয়াগুলোর প্রায় সবাই প্রকাশ করেছিল, শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে বিসিসিআই। তবে, এ বিষয়ে ভারত সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে তারা। অনুমতি পেলেই সফর চূড়ান্ত করবে সৌরভের নেতৃত্বাধীন বোর্ড।
কিন্তু একদিন পরই করোনাভাইরাসের কারণে সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো বলে জানানো হচ্ছে দুই বোর্ডের পক্ষ থেকে। দুই বোর্ডই বলছে, পরিস্থিতি এখনও সিরিজ খেলার উপযুক্ত নয়।
সিরিজে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারত-শ্রীলঙ্কার। নিয়মিত সূচি হিসেবে চলতি মাসেই (জুন) শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই সফর স্থগিত করা হলেও হঠাৎ শ্রীলঙ্কার আগ্রহে আবার আলোচনায় চলে আসে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরিবেশ-পরিস্থিতি এখনও কোনো সিরিজ আয়োজনের জন্য ইতিবাচক নয়। এ কারণে সিরিজটি স্থগিত ঘোষণা করা হলো।’ একই সঙ্গে তারা আরও জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের দেশের সরকার এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেই সিদ্ধান্ত নেবে।
করোনাভাইরাসে শ্রীলঙ্কায় এখনও পর্যন্ত মাত্র ১১ ব্যক্তির মৃত্যু হয়েছে। আর সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ১৮৭৩ জন। দেশটিতে এখন লকডাউন শিথিল করে জনজীবন স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনা হয়েছে।
আইএইচএস/